AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

North 24 Parganas: এখনও ট্রেনিং শুরু হয়নি, নানা ইস্যুতে জর্জরিত BLO-রা

North 24 Parganas: ২৮৯ নম্বর বুথের BLO মৌমিতা ঘোষ  বৈবাহিক সূত্রে ১০ বছর এক জায়গায় থাকলেও বুথের কাউকেই চেনেন না। এর সঙ্গে কার মৃত্যু হয়েছেন, কে বেঁচে রয়েছেন, কে অন্য এলাকা থেকে এসেছেন কোনটাতেই পরিস্কার নয় মৌমিতার কাছে।

North 24 Parganas: এখনও ট্রেনিং শুরু হয়নি, নানা ইস্যুতে জর্জরিত  BLO-রা
দুশ্চিন্তায় BLO-রাImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Oct 30, 2025 | 4:59 PM
Share

উত্তর ২৪ পরগনা:  SIR আর ঘোষণা হওয়ার পর BLO দের ট্রেনিং শুরু হওয়ার কথা থাকলেও উত্তর ২৪ পরগনা জেলাতে এখনও পর্যন্ত ট্রেনিং শুরু হয়নি। এর পাশাপাশি যে চাপ BLO দের উপরে রয়েছে, তা নিয়ে যথেষ্ট আতঙ্কিত তাঁরা।  এমনই একজন, ১১৯ বারাসতের ৭৬ নম্বর পাটের BLO মনোরঞ্জন গাইন। মাত্র চার বছর বারাসতে এসেছেন। তার বুথের সবাইকে তিনি চেনেন না। ফলে তার দিশেহারা অবস্থা।

অন্যদিকে ২৮৯ নম্বর বুথের BLO মৌমিতা ঘোষ  বৈবাহিক সূত্রে ১০ বছর এক জায়গায় থাকলেও বুথের কাউকেই চেনেন না। এর সঙ্গে কার মৃত্যু হয়েছেন, কে বেঁচে রয়েছেন, কে অন্য এলাকা থেকে এসেছেন কোনটাতেই পরিস্কার নয় মৌমিতার কাছে। তার ওপরে বিহারের SIR-এ বেশ কিছু BLO শাস্তির সম্মুখীন হয়েছেন সেই আতঙ্ক কাজ করছে। আতঙ্কের মধ্যেও BLO-রা নতুন চ্যালেঞ্জ নিচ্ছেন। তারা যথার্থ নিরপেক্ষ কাজ করে এই কাজ করবেন বলে দাবি।

তারপরে উল্টোদিকে সিপিএম, বিজেপি চাপ দিচ্ছে যদি নিরপেক্ষভাবে কাজ না করে তাহলে তারা অভিযোগ করবেন BLO-দের বিরুদ্ধে।  BLO-দের হুঁশিয়ারি দিয়ে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, “তৃণমূলের কথা, বিজেপির কথা শুনবেন না। কেবল নির্বাচন কমিশনের কথা শুনবেন। বিহারের ৫২ জন BLO কিন্তু এখনও জামিন পাননি। আপনাদের কিন্তু জেলে কাটাতে হবে।”  রীতিমতো হুঁশিয়ারি দেন, “জেলে যাওয়ার জন্য তথ্য, নথি আমরা জোগাড় করে দেব। আজকেও আমি পোস্ট করেছি, ফলতাতে তৃণমূলের পঞ্চায়েত সদস্য দিব্য়েন্দু সর্দারকে BLO করেছে।”