হেরোইনের ঠেক থেকে উদ্ধার যুবকের দেহ, আটক ২

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jul 22, 2021 | 12:20 PM

Jagatdal: তারপর আর ফোনেও যোগাযোগ করা সম্ভব হয় না। রাতভর সম্ভাব্য সমস্ত জায়গায় খোঁজ করা হয়।

হেরোইনের ঠেক থেকে উদ্ধার যুবকের দেহ, আটক ২
ফাইল চিত্র

Follow Us

উত্তর ২৪ পরগনা: হেরোইনের ঠেক থেকে যুবকের মৃতদেহ উদ্ধার। আমডাঙার আদহাটা পঞ্চায়েতের হিসাবি গ্রামের ঘটনা। মৃতের নাম হায়াত সর্দার (২৮)।

বুধবার রাত থেকে নিখোঁজ ছিলেন বছর আঠাশের হায়াত সরদার নামের ওই যুবক। রাতে পরিবারের তরফে একাধিকবার ফোন করা হয়। পরিবারের বক্তব্য, কয়েকবার ফোন লাগেও। কিন্তু তারপর আর ফোনেও যোগাযোগ করা সম্ভব হয় না। রাতভর সম্ভাব্য সমস্ত জায়গায় খোঁজ করা হয়।

সকালে শুরু হয় ফের খোঁজাখুঁজি। সে সময় বাঁশ বাগানের মধ্যে তাঁর দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় আমডাঙা থানায়। পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে। হেরোইনের ঠেকে বচসার জেরেই কি খুন? খতিয়ে দেখছে পুলিশ। ২ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলছে পুলিশ। পুরনো কোনও শত্রুতার জন্য এই খুন কিনা, কাও খতিয়ে দেখা হচ্ছে। হায়াত বুধবার রাতে কাদের সঙ্গে বসেছিলেন, তার একটি তালিকা তৈরি করছেন তদন্তকারীরা। আরও পড়ুন: বাবুলালকে ভাইফোঁটাও দিতেন শুভ্রজিতের বোন, ১৫ বছরের বন্ধুত্বে ছেদ স্রেফ একটা কারণেই! বিরাটি খুনে নয়া তত্ত্ব


Next Article