Barasat Road Accident: বারাসতে যাত্রীবোঝাই গাড়িতে তেলের ট্যাঙ্কারের ধাক্কা, আহত শিশুসহ অনেকে

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Oct 19, 2022 | 11:56 AM

North 24 pargana: সাত সকালে পথ দুর্ঘটনাটি ঘটেছে এয়ারপোর্ট দু'নম্বর গেট সংলগ্ন এলাকায়। যার জেরে আহত হয়েছেন শিশুসহ বেশ কয়েকজন।

Barasat Road Accident: বারাসতে যাত্রীবোঝাই গাড়িতে তেলের ট্যাঙ্কারের ধাক্কা, আহত শিশুসহ অনেকে
বাস দুর্ঘটনা (নিজস্ব চিত্র)

Follow Us

বারাসত: যশোর রোডে ভয়াবহ বাস দুর্ঘটনা। তেলের ট্যাঙ্কারের সঙ্গে যাত্রী বোঝাই বাসের সংঘর্ষ। আহত শিশুসহ বেশ কয়েকজন।

সাত সকালে পথ দুর্ঘটনাটি ঘটেছে এয়ারপোর্ট দু’নম্বর গেট সংলগ্ন এলাকায়। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, বুধবার সকালে এয়ারপোর্ট এক নম্বর গেট থেকে বেসরকারি একটি বাস বারাসতের দিকে যাচ্ছিল। যাত্রী বোঝাই বাসটি প্যাসেঞ্জার নামানোর জন্য রাস্তার ধারে দাঁড়ায়। সেই সময় আচমকা পিছন দিক থেকে দ্রুত গতিতে চলে আসে তেলের ট্যাঙ্কারটি।  এসে ধাক্কা মারে বাসের পিছনে। যার জেরে আহত হন শিশুসহ বেশ কয়েকজন। এলাকায় আসে পুলিশ। তারাই উদ্ধার করে আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যায়।

এই বিষয়ে ওই বাসের হেল্পার বলেন, ‘আমি যাত্রী নামিয়ে গাড়ি এগোচ্ছিলাম। আচমকা পিছন থেকে এসে ধাক্কা মারে। একটা তেলের গাড়ি ছিল। সেই সময় সিটিং এবং স্টান্ডিং যাত্রী ছিল। বেশি আহত হয়েছে বাচ্চারা। প্রায় বারো থেকে চোদ্দজন আহত হয়েছেন। ধাক্কা মারার পর ছিটকে পড়ে যান অনেকে।’ গোটা ঘটনা প্রসঙ্গে উত্তম মাইতি বলেন, ‘রাস্তার পাড়ে দাঁড়িয়ে প্যাসেঞ্জার নামাচ্ছিল বাস। সেই সময় আচমকা তেলের ট্যাঙ্কারটি এসে ধাক্কা মারে। অনেকেই আহত হয়েছে। পুলিশ এসেছে। তারা উদ্ধার করে নিয়ে গিয়েছে।’

Next Article