গাইঘাটা: রাজ্যে ফের কিশোরীকে ধর্ষণের (Minor Girl Physical Harassment) অভিযোগ। এবার উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানা (Gaighata Police Station) এলাকায়। বছর সতেরোও ওই কিশোরীকে রান্নাঘরে টেনে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধেয়। অভিযোগ, বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে ওই প্রতিবেশী বাড়িতে ঢুকে কিশোরীকে রান্নাঘরে টেনে নিয়ে গিয়ে কুকর্ম করে। ঘটনার পর কিশোরীর পরিবারের তরফে গাইঘাটা থানায় অভিযোগ জানানো হয়। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ এবং অভিযুক্ত ওই প্রতিবেশীকে গ্রেফতার করা হয়। পকসো আইনের মামলা করা হয়েছে অভিযুক্তর বিরুদ্ধে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, গত শনিবার সন্ধেয় বাড়িতে একাই ছিল নির্যাতিতা কিশোরী। অভিযোগ, সেই সুযোগে প্রতিবেশী এক ব্যক্তি বাড়িতে ঢুকে পড়ে এবং কিশোরীকে টেনে হিঁচড়ে রান্নাঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। কুকর্মের পর কিশোরীর বাড়ি থেকে চলে যায় অভিযুক্ত ওই ব্যক্তি। এমনকী ওই ঘটনার কথা কাউকে জানালে, তার পরিণতি খারাপ হবে, এমন হুমকিও দেওয়া হয়েছিল বলে অভিযোগ।
পরবর্তী সময়ে নির্যাতিতা কিশোরী গোটা বিষয়টি তার মাকে জানায়। ঘটনার কথা জানার পরই কিশোরীর পরিবারের তরফে রবিবার ওই প্রতিবেশীর বিরুদ্ধে গাইঘাটা থানায় গিয়ে ধর্ষণের অভিযোগ জানায়। পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ এবং ওই প্রতিবেশীকে গ্রেফতার করে। ওই কিশোরীর এদিন মেডিক্যাল করানো হয়েছে বলেও জানা গিয়েছে। এদিকে ধৃত ওই ব্যক্তিকে সোমবার গাইঘাটা থানার পুলিশের পক্ষ থেকে বনগাঁ মহকুমা আদালতে পেশ করা হয়েছিল এবং পুলিশি হেফাজতের জন্য আবেদন জানানো হয়েছিল। তবে বিচারক শেষ পর্যন্ত অভিযুক্তর ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছেন।
এদিকে ওই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শোরগোল পড়ে গিয়েছে। ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এলাকাবাসীরা। অভিযুক্ত ওই প্রতিবেশীর কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন নির্যাতিতার পরিবারের লোকেরা।