Deganga Road Accident: ভয়াবহ! ৩ বার পাল্টি খেয়ে সজোরে পড়ল অটো, সৎকার করে ফেরার পথে ফের মৃত্যু

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

May 10, 2022 | 12:03 PM

Deganga: তাঁর মৃতদেহ বাড়িতে আনা হয়। সোমবার রাতে সৎকার করা হয়। এই খবর পেয়ে আমডাঙা থেকে মৃত যুবক কবিরুলের আত্মীয়রা একটি তিন চাকার অটোতে করে তাঁদের বাড়িতে আসে।

Deganga Road Accident: ভয়াবহ! ৩ বার পাল্টি খেয়ে সজোরে পড়ল অটো, সৎকার করে ফেরার পথে ফের মৃত্যু
ভয়াবহ দুর্ঘটনা (নিজস্ব ছবি)

Follow Us

দেগঙ্গা: খুবই মর্মান্তিক ঘটনা। মৃতবাড়ি থেকে সৎকার করে ফেরার পথে ফের মৃত্যু। অটো উল্টে মৃত্যু হল এক মহিলার। দুর্ঘটনায় আহত দশজন। গোটা ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়।

কী ঘটেছে?

ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার দেগঙ্গার সোহাই শ্বেতপুর গ্রাম পঞ্চায়েতের মঙ্গল নগর নিয়াজিসপুর এলাকায় শ্বতপুর রোডের উপরে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোহাই এর কুমার পুরের বাসিন্দা যুবক কবিরুল মণ্ডল। গত ৭ তারিখ বারাসতের এফসিআই গোডাউন থেকে কাজ করে বাড়ি ফিরছিলেন অটোতে করে। দত্তপুকুর এর নরসিংহ পুর এলাকায় যশোর রোডের উপরে একটি মালবাহী ট্রাক তাঁর পায়ে ধাক্কা মেরে চলে যায়। গোটা ঘটনায় তাঁর একটি পা ভেঙে গিয়েছে বলে খবর। এরপর তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে বারাসত হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসক তাঁর একটি পা কেটে বাদ দিয়ে দেয়। তবে মর্মান্তিক পরিণতি হয় গতকাল। মৃত্যু হয় যুবক কবিরুল মণ্ডলের।

তাঁর মৃতদেহ বাড়িতে আনা হয়। সোমবার রাতে সৎকার করা হয়। এই খবর পেয়ে আমডাঙা থেকে মৃত যুবক কবিরুলের আত্মীয়রা একটি তিন চাকার অটোতে করে তাঁদের বাড়িতে আসে। কবিরুল কবরস্থ হয়ে যাওয়ার পরে ওই অটো গাড়িতে করে মহিলা এবং পুরুষ মিলিয়ে মোট ১২ জন আমডাঙার উদ্দেশে রওনা দেয়। সেই সময় অটোটি মঙ্গলনগর নিয়াজিসপুর এলাকায় সোহাই শ্বেতপুর রোডের উপরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ঘটনার বিভৎসতা এতটাই ভয়াবহ ছিল যে অটোতি তিনবার পাল্টি খেয়ে যায়। স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আহতদের উদ্ধার করে এবং বিশ্বনাথপুর হাসপাতালে নিয়ে যাওয়া নিয়ে যায়। অটো উল্টে ১২ জন আহত হয় আহতদের মধ্যে লাল বানু বিবি তাঁকে রাতেই চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। গোটা ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

গোটা ঘটনায় এক আত্মীয় বলেন, ‘আমার ভাইয়ের সৎকার করার জন্য আত্মীয়রা এসেছিল। তারা এসে যখন বাড়ি ফিরছিল সেই সময় আবার মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এরপর গাড়িটি তিন-চারটে পাল্টি খেয়ে যায়। রাস্তায় যেতে-যেতে মারা যায়।’

 

Next Article