AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

khardah: যাচ্ছিলেন সাইকেলে চড়ে, পড়ে থাকা বিদ্যুৎতের তারে লেগে মৃত্যু ব্যক্তির

khardah murder case: মৃতের নাম মহম্মদ আমিন (৫০)। বৃহস্পতিবার তিনি খড়দহ রহড়া কেরুলিয়া সাইবন রোড দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছিলেন। সেই সময় বিদ্যুতের হাই টেনশন তার ছিঁড়ে রাস্তার উপর পড়েছিল।

khardah: যাচ্ছিলেন সাইকেলে চড়ে, পড়ে থাকা বিদ্যুৎতের তারে লেগে মৃত্যু ব্যক্তির
মৃত্যু বৃদ্ধেরImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Jul 24, 2025 | 10:30 AM
Share

খড়দহ: অত্যন্ত মর্মান্তিক ঘটনা খড়দহে। রাস্তায় পড়ে থাকা বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু এক সাইকেল আরোহীর। এই ঘটনার পর বিদ্যুত দফতরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

মৃতের নাম মহম্মদ আমিন (৫০)। বৃহস্পতিবার তিনি খড়দহ রহড়া কেরুলিয়া সাইবন রোড দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছিলেন। সেই সময় বিদ্যুতের হাই টেনশন তার ছিঁড়ে রাস্তার উপর পড়েছিল। আর সেই তারেই বিদ্যুৎস্পষ্ট হয়ে যান তিনি। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য তৈরি হয় গোটা এলাকায়। বিদ্যুৎ দফতরের কর্মীদের গাফিলতির অভিযোগে সোচ্চার হন এলাকার এলাকাবাসী।

প্রত্যক্ষদর্শী শ্যামল দে বলেন, “আমার কাছে ভোর পাঁচটার সময় একটি ফোন আসে। পাড়ার একটি ছেলে ফোন করে বলল একজন তার ছিঁড়ে জড়িয়ে পড়ে আছে। এরপর আমি সকলকে ফোন করে জানাই।”

এলাকার বাসিন্দাদের একাংশের ক্ষোভ এর আগেও এমন ঘটনা ঘটেছে। তারপরও উদাসীন রাজ্য। পথযাত্রীরা আতঙ্কিত। তাঁদের বক্তব্য হাইটেনশন লাইনের তারের নীচে কোনও সেভ গার্ড নেই। আবারও যে কোনও সময়ই ফের একই রকম দুর্ঘটনা হতে পারে বলে মত। আতঙ্কিত এলাকাবাসী মহম্মদ আজারুদ্দিন বলেন, “হাইটেনশন তার আছে অথচ গার্ড নেই। যদি তার ছিড়ে যেত ওই গার্ডে পড়ত। কিন্তু কী বলব খুব ভয়ে আছি।” CIC হেলথ খড়দহ পুরসভা কাঞ্চন ঘোষ বলেন, “এই রাস্তার নাম সাইবন রোড। এই রাস্তাটা বর্ডার এলাকা। পোস্টের লাইটগুলির দায়িত্ব পুরসভা করে। এর যে বেসিক সুরক্ষা সাপ্লাইয়ের ম্যানেজার দেখেন না। ওরা শুধু ফ্ল্যাটেই কানেকশন দিচ্ছে। যেখানে সেখানে ট্র্যান্সফর্মার বসিয়ে দিচ্ছে।”