North 24 pargana: ভরা রাস্তাতেই পিসির উপর ঝাঁপিয়ে পড়লেন ভাইপো, তারপর…
North 24 pargana: জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার হাসনাবাদের গাড়াকপি বাজারের বৃহস্পতিবার সকালে দোকানের সামনে পিসিকে দেখতে পেয়েছিল ভাইপো। অভিযোগ, ধারাল অস্ত্র নিয়ে তখনই পিসির উপর ঝাঁপিয়ে পড়ে মাহবুব কিবরিয়া নামে যুবক।

হাসনাবাদ: সম্পত্তির বিবাদের জের। ভরা বাজারে ধারাল অস্ত্র দিয়ে পিসিকে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ। চাঞ্চল্য ছড়াল উত্তর ২৪ হাসনাবাদ থানার গাড়াকুপি বাজারে।জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার হাসনাবাদের গাড়াকপি বাজারের বৃহস্পতিবার সকালে দোকানের সামনে পিসিকে দেখতে পেয়েছিল ভাইপো। অভিযোগ, ধারাল অস্ত্র নিয়ে তখনই পিসির উপর ঝাঁপিয়ে পড়ে মাহবুব কিবরিয়া নামে যুবক। হঠাৎ এই ভয়াবহ দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়েন বাজারে থাকা সাধারণ মানুষ। বহু চেষ্টায় বাজারে থাকা কয়েকজন সাহস নিয়ে ছুটে এসে অস্ত্রটি ছিনিয়ে নেয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বহুদিন ধরে পিসি শামসুর নাহার বিবি ও ভাইপো মাহবুব কিবরিয়ার মধ্যে জমিজমা সংক্রান্ত বিবাদ চলছিল। কিন্তু এদিন হঠাৎই সেই বিবাদ যে এমন ভয়াবহ রূপ নেবে তা হয়তো কেউ কল্পনা করতে পারেনি। স্থানীয় বাসিন্দারা আহত মহিলাকে উদ্ধার করে বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে গিয়েছে। বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে।
স্থানীয় এক বাসিন্দা বলেন, “ভদ্রমহিলা বাজারে যাচ্ছিলেন। সেই সময় ভরা বাজারেই হঠাৎ করে কোপ মেরেছ। ওঁকে খুনের চেষ্টা করা হয়েছে।”

