Woman Harassment: রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে ‘গণধর্ষণ’, তরুণীর শরীরে সিগারেটেও ছ্যাঁকা, গ্রেফতার ৪

Woman Harassment: পুলিশ সূত্রে খবর, নির্যাতিতা তরুণীর বয়স বত্রিশ। তাঁকেই চারজন মিলে গণধর্ষণ করেছে বলে অভিযোগ। জানা গিয়েছে, ওই তরুণী বিয়ে বাড়িতে কাজ করেন। সেখান থেকেই ফিরছিলেন তিনি। সেই সময় চারজন যুবক তুলে নিয়ে গিয়ে তাঁকে গণধর্ষণ করে বলে অভিযোগ।

Woman Harassment: রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে 'গণধর্ষণ', তরুণীর শরীরে সিগারেটেও ছ্যাঁকা, গ্রেফতার ৪
নারী নির্যাতনের অভিযোগImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Nov 24, 2024 | 9:03 PM

বাসুদেবপুর: ফের গণধর্ষণের ঘটনা। এক তরুণীকে চারজন মিলে গণধর্ষণ করেছে বলে খবর। ঘটনার তদন্তে নেমে গ্রেফতার হয়েছেন চারজন। আশঙ্কাজনক অবস্থায় ওই তরুণী হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাস্থল বাসুদেবপুর থানা এলাকার।

পুলিশ সূত্রে খবর, নির্যাতিতা তরুণীর বয়স বত্রিশ। তাঁকেই চারজন মিলে গণধর্ষণ করেছে বলে অভিযোগ। জানা গিয়েছে, ওই তরুণী বিয়ে বাড়িতে কাজ করেন। সেখান থেকেই ফিরছিলেন তিনি। সেই সময় চারজন যুবক তুলে নিয়ে গিয়ে তাঁকে গণধর্ষণ করে বলে অভিযোগ। শুধু তাই নয়, তার গায়ে বিড়ি-সিগারেটেরও ছ্য়াঁকা দেয় বলে খবর। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ওই তরুণী।

নির্যাতিতার মায়ের বক্তব্য, তিনি বাড়ি ছিলেন না। পরে শুনেছেন মেয়ের সঙ্গে ওরা নোংরা আচরণ করেছে। বাড়িতে বলেই কাজে বেরিয়েছিল মেয়েটি। কাজ থেকে ফেরার পথে ওকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে। তিনি জানতে পেরেছেন এই ঘটনায় গ্রেফতার হয়েছেন চারজন। প্রসঙ্গত, তিলোত্তমার ঘটনার পরও এ রাজ্যে একের পর এক নারী নির্যাতনের ঘটনা প্রকাশ্যে এসেছে। কখনও নাবালিকা নির্যাতন। কখনও তরুণীদের হেনস্থার ঘটনা প্রকাশ্যে এসেছে।