Suvendu Adhikari: ‘নিশ্চিত থাকুন অচিরেই স্বপ্ন পূরণ হবে’, CAA চালু নিয়ে সাফ বার্তা শুভেন্দুর

TV9 Bangla Digital | Edited By: জয়দীপ দাস

Oct 19, 2022 | 12:04 AM

Suvendu Adhikari: প্রসঙ্গত, জাতীয় নাগরিক পঞ্জি বা ন্যাশনাল রেজিস্টার অব সিটিজেনস নিয়ে দীর্ধদিন ধরেই বিতর্ক চলছে দেশজুড়ে। কবে দেশজুড়ে শুরু হবে এনআরসি, তা নিয়েও প্রশ্ন রয়েছে নানা মহলে।

Suvendu Adhikari: ‘নিশ্চিত থাকুন অচিরেই স্বপ্ন পূরণ হবে’, CAA চালু নিয়ে সাফ বার্তা শুভেন্দুর

Follow Us

বনগাঁ: “আমি কিছুদিন আগেই দিল্লি গিয়েছিলাম আপনাদের কথা বলতে। বলতে গিয়েছিলাম কবে চালু হবে সিএএ। কবে সেই স্বপ্ন পূরণ হবে? নিশ্চিত থাকুন অচিরেই স্বপ্ন পূরণ হবে।”  পঞ্চায়েত ভোটের আগে বনগাঁয় বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে এসে এ কথা বলতে দেখা গেল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari)। যা নিয়েই রাজনৈতিক মহলে শুরু হয়ে গিয়েছে জোর জল্পনা। প্রসঙ্গত, নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ (CAA) নিয়ে দেশজুড়ে বিতর্ক-বিক্ষোভ কম হয়নি। কিন্তু, কেন্দ্রের তরফে কবে থেকে এর বাস্তবায়ন করা হবে আজও তা নিয়ে প্রায়শই রাজনৈতিক মহলে শোনা যায় জোর জল্পনা। এবার সেই সিএএ অস্ত্রেই নতুন করে শান দিতে দেখা গেল শুভেন্দুকে।

বনগাঁয় বিজয়া সম্মিলনী অনুষ্ঠানের মঞ্চ থেকে শুভেন্দু বলেন, “নিশ্চিন্ত থাকুন সিএএ আইন পাশ হয়েছে। অমিত শাহ, নরেন্দ্র মোদী ঠাকুর নগরে এসে কথা দিয়েছেন। এটা শান্তনু ঠাকুরের লড়াই, এখানকার বিধায়ক স্বপন মজুমদার, অশোক কীর্তনীয়াদের লড়াই, সুব্রত ঠাকুরদের লড়াই, অম্বিকা রায়দের লড়াই, অসীম সরকারদের লড়াই। এ লড়াইতে আপনারা জিতেছেন। লোকসভা, রাজ্যসভাতে আইন পাশ হয়েছে।” শুভেন্দুর সাফ দাবি, ভারত সরকার যা কথা দেয়, প্রধানমন্ত্রী যা কথা দেন সে কথা তিনি রাখেন। এটা সবাই জানে। আমি ব্যক্তিগতভাবে মনে করি সিএএ চালু হওয়ার পরে এনআরসি এবং জন্ম নিয়ন্ত্রণ আইন আনা দরকার। আজ অনুপ্রবেশকারীরা বেড়া টপকে এসে আমার রেশন খাচ্ছে, আমার জমি নিয়ে নিচ্ছে, আমার একশোদিনের কাজ নিয়ে নিচ্ছে। তাই ভারতভূমিকে রক্ষা করার জন্য, পশ্চিমবঙ্গকে রক্ষা করার জন্য নাগরিকপঞ্জি তৈরি করা উচিৎ। এটা আমি মনে করি।”

প্রসঙ্গত, জাতীয় নাগরিক পঞ্জি বা ন্যাশনাল রেজিস্টার অব সিটিজেনস নিয়ে দীর্ধদিন ধরেই বিতর্ক চলছে দেশজুড়ে। কবে দেশজুড়ে শুরু হবে এনআরসি, তা নিয়েও প্রশ্ন রয়েছে নানা মহলে। সূত্রের খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক দেশের সমস্ত নাগরিকদের তথ্য সংগ্রহের জন্য ডেটাবেস তৈরির পরিকল্পনা করতে শুরু করে দিয়েছে। এ জন্য ইতিমধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে ক্যাবিনেট নোট ও বিলও পেশ করা হয়েছে। এদিকে কয়েকদিন আগেই সিএএ এবং এনআরসি কার্যকর না হলে উদ্বাস্তুরা আর বিজেপির সঙ্গে থাকবে না বলে মন্তব্য করতে দেখা গিয়েছিল হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকারকে। তিনি বলেন, “বিল যখন পাশ হয়ে আইনে পরিণত হয়েছে, কার্যকর হবেই। এ বিশ্বাস আমাদের সকলের আছে। যদি এটি কার্যকর না হয়, তাহলে উদ্বাস্তুরা বিজেপির থেকে সরে যাবে। ২০২৪ সালের আগে যদি এটি কার্যকর না হয়, তাহলে একটি ভোটের জন্যও আমি মানুষের কাছে গিয়ে বলতে পারব না বিজেপিকে ভোট দিন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকেও বিষয়টি লিখিতভাবে জানিয়েছি।”  

Next Article