Firing at Bhatpara: ভাটপাড়ায় গুলিবিদ্ধ যুবক, বাইকে চেপে এসে খুব কাছ থেকে গুলি করে পালাল দুষ্কৃতীরা

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Oct 18, 2022 | 11:49 PM

Bhatpara: এদিন রাতে একদল দুস্কৃতী বাইকে চেপে এসে খুব কাছ থেকে ওই যুবককে গুলি করে পালিয়ে যায় বলে অভিযোগ। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে যুবক। আশঙ্কাজনক অবস্থায় ওই যুবককে কলকাতার বেসকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

Firing at Bhatpara: ভাটপাড়ায় গুলিবিদ্ধ যুবক, বাইকে চেপে এসে খুব কাছ থেকে গুলি করে পালাল দুষ্কৃতীরা
ভাটপাড়ায় হামলার অভিযোগ

Follow Us

ভাটপাড়া: ফের গুলি চলল ভাটপাড়ায় (Bhatpara)। ভাটপাড়া পুরসভা এলাকার ৭ নম্বর ওয়ার্ডের ছকুসাউ গলিতে মঙ্গলবার রাতে গুলি চলে। ঘটনায় এক যুবক গুলিবিদ্ধ (Firing at Bhatpara) হয়েছে বলে জানা গিয়েছে। ওই যুবকের নাম গৌরব প্রসাদ। এদিন রাতে একদল দুষ্কৃতী বাইকে চেপে এসে খুব কাছ থেকে ওই যুবককে গুলি করে পালিয়ে যায় বলে অভিযোগ। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে যুবক। আশঙ্কাজনক অবস্থায় ওই যুবককে কলকাতার বেসকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনার পর থেকে থমথমে গোটা এলাকা। ইতিমধ্যেই ঘটনাস্থলে এসে পৌঁছেছে ভাটপাড়া থানার পুলিশ। অভিযুক্তদের খোঁজ চালাচ্ছেন পুলিশকর্মীরা, যদিও এখনও পর্যন্ত ওই ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

ঘটনার পর গোটা এলাকা ঘিরে ফেলে স্থানীয় থানার পুলিশকর্মীরা। ওই এলাকায় কোথায় কোথায় সিসিটিভি রয়েছে, এবং সেই সিসিটিভি ফুটেজ দেখে কোনওভাবে দুষ্কৃতীদের নাগাল পাওয়া যায় কি না, সেই চেষ্টা চালাচ্ছেন পুলিশকর্মীরা। স্থানীয় এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, গুলিবিদ্ধ ওই যুবক তৃণমূলের সমর্থক। ঘটনার কিছু সময় আগেই ওই ব্যক্তি স্থানীয় পার্টি অফিসের ভিতরেই ছিল বলে জানান ওই প্রত্যক্ষদর্শী। দলীয় কার্যালয় থেকে বেরোতেই তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে বলে অভিযোগ। যদিও এই ঘটনার পিছনে রাজনৈতিক কোনও কারণ রয়েছে কি না, সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়।

ওই প্রত্যক্ষদর্শীর এই বক্তব্যের পর ঘটনাটির বিষয়ে ভাটপাড়া তৃণমূল প্রেসিডেন্ট দেবজ্যোতি ঘোষের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হয়েছিল। তিনি বলেন, “একটি ঘটনা ঘটেছে। ঘটনাটি একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে। পুলিশ তদন্ত করছে। পুলিশের থেকে রিপোর্ট না পাওয়া পর্যন্ত কিছু বলা যাবে না। এখন সবাই তৃণমূল করে। তবে আমার মনে হয় না, এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক রয়েছে। একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে তদন্তের গতিপ্রকৃতি। আর একটু না দেখে এই বিষয়ে মন্তব্য করা ঠিক হবে না।”

উল্লেখ্য, ভাটপাড়া এলাকায় এর আগেও একাধিকবার অশান্তি ছড়িয়েছিল। কখনও বোমাবাজির অভিযোগ, কখনও আবার গুলি চলার অভিযোগ। বার বার উত্তপ্ত হয়েছে ভাটপাড়া এবং সংলগ্ন এলাকা। মঙ্গলবার রাতের এই ঘটনায় আবারও আতঙ্কের বাতাবরণ তৈরি হয়েছে এলাকায়।

Next Article