Kamarhati: নিখোঁজ কাউন্সিলর! মাসের পর মাস দেখাই মিলছে না, ক্ষোভ উগরে দিলেন এলাকাবাসী

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Oct 18, 2022 | 3:43 PM

North 24 pargana: উত্তর ২৪ পরগনার কামারহাটি পুরসভার ২৪ নম্বর ওয়ার্ড। সেই ওয়ার্ডের জনপ্রতিনিধি বিমল সাহা।

Kamarhati: নিখোঁজ কাউন্সিলর! মাসের পর মাস দেখাই মিলছে না, ক্ষোভ উগরে দিলেন এলাকাবাসী
বিমল সাহা, কাউন্সিলর

Follow Us

কামারহাটি: ওয়ার্ড থেকে নিখোঁজ কাউন্সিলর। মাসের পর মাস নাকি দেখাই মিলছে না তাঁর। ওয়ার্ডেই আসছেন না কাউন্সিলর। ফলত নিজেদের সমস্যাই খুলে বলতে পারছেন না এলাকাবাসী। এর জেরে রীতিমত ক্ষোভ উগরে দিলেন তাঁরা।

উত্তর ২৪ পরগনার কামারহাটি পুরসভার ২৪ নম্বর ওয়ার্ড। সেই ওয়ার্ডের জনপ্রতিনিধি বিমল সাহা। এলাকাবাসীর অভিযোগ, মাসের পর মাস ওয়ার্ডে আসেন না তিনি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই ওয়ার্ডে নিম্নবিত্ত লোকেজন বসবাস করেন। দিনের পর দিন এলাকায় কাউন্সিলর না আসাতে চরম বিপাকে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। কাউন্সিলর না আসায় পুর পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে ওই ওয়ার্ডের মানুষজন। এই নিয়ে কাউন্সিলরের প্রতি ক্ষোভ উগরে দিলেন স্থানীয় বাসিন্দারা। পাশাপাশি কাউন্সিলর প্রভাবশালী তৃণমূল নেতা হওয়ায় অনেকে মুখ খুলতেও ভয় পাচ্ছেন বলে জানা গিয়েছে। কাউন্সিলর অফিসও দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে বলে জানান এলাকাবাসী।

এই বিষয়ে সিপিএমের অভিযোগ ভোট লুঠ করে পৌরসভা নির্বাচনে জিতেছেন কাউন্সিলর বিমল সাহা। আর তারপর থেকে তাঁকে এলাকায় আর দেখা যাচ্ছে না মাসের পর মাস। এরকম পরিস্থিতি যদি চলতে থাকে তাহলে তাঁরা বৃহত্তর আন্দোলনে নামারও হুমকি দিয়েছেন। পাশাপাশি বিজেপির অভিযোগ, কী দিন এল যে কাউন্সিলর এর নামে পৌরসভার পৌর প্রধানের কাছে এলাকার মানুষ অভিযোগ জানাতে যাচ্ছেন কাউন্সিলর নিখোঁজ, দিদির রাজত্বে বাংলার মানুষকে আরও কত রঙ্গ দেখতে হবে তা ভগবানই জানে। কাউন্সিলর কী এমন দুর্নীতির সঙ্গে জড়িয়ে আছে যে তাঁকে পালিয়ে বেড়াতে হচ্ছে। পৌরসভাকে সেটা দেখে সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার ব্যবস্থা করতে হবে।

অপরদিকে, কামারহাটি পৌরসভার পুরপ্রধান গোপাল সাহা এই বিষয়ে বলেন, ‘২৪ নম্বর ওয়ার্ডের লোকজন তার কাছে অভিযোগ জানিয়েছেন কাউন্সিলর বিমল সাহাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পুরপ্রধান এও জানান, ‘কাউন্সিলর বিমল সাহা তাঁর কাছ থেকে ছুটিও নেননি আর তাকে জানিয়েও কোথাও যাননি। কাউন্সিলরের ওয়ার্ডে অনুপস্থিত থাকার বিষয়ে পুরসভার সদস্যদের নিয়ে বোর্ড মিটিং করা হবে। অপরদিকে, বিমল সাহার দাবি, তিনি ব্যবসায়ীর কাজে বাইরে আছেন। তবে বেশ কিছুদিন অসুস্থ ছিলেন। কিন্তু তাঁর ওয়ার্ডের কাজ স্বাভাবিক রয়েছে।

Next Article