R G Kar Protest Barasat: রাত দখলে ধুন্ধুমার কাণ্ড বারাসতে, আদালতে মুখ পুড়ল পুলিশের

R G Kar Protest Barasat: বুধবার বারাসত কলোনি মোড়ে রাতদখলে ব্যাপক উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। বারাসাত পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সংবাদ মাধ্যমকে জানান, যে ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে, তাঁরা মহিলা পুলিশের সঙ্গে অশালীন আচরণ করেছেন ।

R G Kar Protest Barasat: রাত দখলে ধুন্ধুমার কাণ্ড বারাসতে, আদালতে মুখ পুড়ল পুলিশের
বারাসত রাত জাগোতে গ্রেফতার হওয়া ১৮ জনের জামিনImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Sep 05, 2024 | 4:33 PM

উত্তর ২৪ পরগনা: ৪ অগস্ট ছিল রাতদখলের দ্বিতীয় দিন। আর রাতদখল ঘিরেই বারাসতে তুমুল উত্তেজনা তৈরি হয়। বারাসতের কলোনি মোড়ে ৩৪ নম্বর জাতীয় সড়ক থেকে টেনে-হিঁচড়ে প্রতিবাদীদের সরায় পুলিশ। মত্ত অবস্থায় পুলিশের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে ৫ মহিলা-সহ ১৮ জনকে গ্রেফতার করে পুলিশ। কিন্তু বারাসত  আদালতে মুখ পুড়ল পুলিশের। রাত দখলে গ্রেফতার হওয়া ১৮ জনেরই জামিন মঞ্জুর করল আদালত।

বুধবার বারাসত কলোনি মোড়ে রাতদখলে ব্যাপক উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। বারাসাত পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সংবাদ মাধ্যমকে জানান, যে ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে, তাঁরা মহিলা পুলিশের সঙ্গে অশালীন আচরণ করেছেন । পুলিশের উদ্দেশে অকথ্য ভাষায় কথা বলেছেন। ৩৪ নম্বর জাতীয় সড়কে কলোনি মোড়ে যে অবরোধ করেছিলেন তার কোন পারমিশন ছিল না বলেও পুলিশের দাবি। পুলিশের আরও বক্তব্য, দীর্ঘক্ষণ অবরোধ থাকার ফলে প্রচুর পচনশীল জিনিস ট্রাক আটকে গিয়েছিল। সেই গাড়ির চালকরাও অবরোধ তুলে নেওয়ার জন্য পাল্টা চাপ তৈরি করছিলেন। কোনওভাবেই তারা কথা শুনছিল না তাই বাধ্য হয়ে পুলিশ তাদেরকে গ্রেফতার করে।

রাত সাড়ে তিনটে নাগাদ আন্দোলনকারীদের গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় থানায়। কিন্তু তাঁদের সঙ্গীরাও থানার বাইরে জমায়েত করে বিক্ষোভ দেখাতে থাকেন। অন্যদিক, সকালে যখন বারাসত আদালতে পেশ করা হয় ধৃতদের, তখনও জমায়েত করেন আন্দোলনকারীরা। এমনকি বারাসত আদালতের অধিকাংশ আইনজীবীও এই ঘটনাকে সমর্থন না করে আন্দোলনে নামেন।

এদিন আদালতে মামলাটি উঠতেই ধৃতদের জামিন মঞ্জুর করে দেন বিচারক। প্রত্যেকের ২ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর করা হয়।