দমদম: শিয়ালদহ-বারাসত শাখায় ফের যাত্রী ভোগান্তি। শুক্রবার বেলা বাড়তেই দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে রেল অবরোধ শুরু হয়েছে। বেলা ১১টা ১০ মিনিট থেকে আইএনটিটিইউসি পরিচালিত শ্রমিক সংগঠনের নেতৃত্বে চলছে রেল অবরোধ কর্মসূচি। দমদম ক্যান্টনমেন্ট স্টেশনের কাছেই রেল লাইনের উপর বসে পড়েছেন বিক্ষোভকারীরা। দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে পড়ে থাকা জেশপ কারখানা খোলার দাবিতে আজ রেল অবরোধ কর্মসূচি চালাচ্ছেন তাঁরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সহ ব্যানার নিয়ে অবরোধে বসে পড়েছেন জেশপের ওয়ার্কার্স অ্যান্ড এমপ্লয়িজ় ইউনিয়নের সদস্য়রা। অফিস টাইমে এই রেল অবরোধের জেরে চরম ভোগান্তির শিকার হচ্ছেন রেলযাত্রীরা। বেশ কিছু লোকাল ট্রেন আটকে রয়েছে।
উল্লেখ্য, দমদম ক্যান্টনমেন্টে এই রেল অবরোধের কারণে চরম ভোগান্তির মধ্যে পড়ছেন যাত্রীরা। বনগাঁ, গোবরডাঙা, হাবরা, দত্তপুকুর, বারাসত, বসিরহাট, হাসনাবাদ, মধ্যমগ্রামের মতো স্টেশনগুলি থেকে প্রচুর যাত্রী সকালে ট্রেনে চেপে শহরে আসেন রুজি-রুটির টানে। কেউ শিয়ালদহ স্টেশন হয়ে, কেউ বিধাননগর হয়ে, কেউ দমদম জংশন হয়ে নিজেদের কর্মক্ষেত্রে যান। সকাল বেলা হঠাৎ করে এই রেল অবরোধের ফলে নাজেহাল অবস্থা রেলযাত্রীদের। বেশ কিছু ট্রেন পর পর দাঁড়িয়ে পড়েছে স্টেশনে। দমদম ক্য়ান্টনমেন্ট স্টেশন সংলগ্ন রেল লাইনের উপর সংগঠনের ঝান্ডা, ব্যানার নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন অবরোধকারীরা। দাবি, অবিলম্বে জেশপের বন্ধ হয়ে যাওয়া কারখানা খুলতে হবে।
শুক্রবার এই রেল অবরোধের জেরে চূড়ান্ত হয়রানির শিকার হয়েছেন রেলযাত্রীরা। তা নিয়ে নিত্য যাত্রীদের একাংশের মধ্যে অসন্তোষ ও ক্ষোভও ফুটে উঠেছে। কিছু ঘটলেই কেন রেল অবরোধ করে যাত্রীদের হয়রানি করা হয়, তা নিয়েও প্রশ্ন তুলে দিয়েছেন অনেক রেলযাত্রী।