AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Raj Chakraborty: রাজ চক্রবর্তীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে একটা পোস্টার, আর তাতেই অস্বস্তিতে পড়ে গেল তৃণমূল

Raj Chakraborty: বারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তীর জন্মদিনের আগাম শুভেচ্ছা জানিয়ে এই পোস্টার লাগানো হয়েছে। সেখানে লেখা 'এবার বারাকপুরে জনতার রাজ।' এই পোস্টারটি হালিশহর স্টেশন রোড, নবনগর-সহ হালিশহর জুড়ে লাগানো হয়েছে।

Raj Chakraborty: রাজ চক্রবর্তীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে একটা পোস্টার, আর তাতেই অস্বস্তিতে পড়ে গেল তৃণমূল
রাজ চক্রবর্তী (ফেসবুক)Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Feb 21, 2024 | 12:38 PM
Share

বারাকপুর: লোকসভা ভোটের আগেই পোস্টার ঘিরে সরগরম বারাকপুর শিল্পাঞ্চলে রাজনীতি। বারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তীর জন্মদিনের আগাম শুভেচ্ছা জানিয়ে এই পোস্টার লাগানো হয়েছে। সেখানে লেখা ‘এবার বারাকপুরে জনতার রাজ।’ এই পোস্টারটি হালিশহর স্টেশন রোড , নবনগর-সহ হালিশহর জুড়ে লাগানো হয়েছে। এই বিষয়ে বিজপুরের বিধায়ক সুবোধ অধিকারী বলেন, “রাজ চক্রবর্তী সেলিব্রেটি এবং তার ফ্যান ফলোয়িং রয়েছে তার পোস্টার ফ্যান ফলোয়ারা দিতেই পারে।” তিনি আরও বলেন, “রাজ হালিশহরের ছেলে সে ভাল বন্ধু। তিনি একজন সিনেমার পরিচালক। তিনি এত বড় একটা জায়গায় গিয়েছেন, তাঁকে নিয়ে আমাদের গর্ব হয়। তাঁর ফ্যান ফলোয়ার্স সারা বাংলা জুড়ে রয়েছে, সেখানে তিনি যেহেতু বারাকপুরের বিধায়ক, সেই বারাকপুর লোকসভার মধ্যে হয়তো বেশি ফ্যান ফলোয়ার্সরা উৎসাহ দেখাচ্ছে।” রাজনৈতিক মহলের ব্যাখ্যা, এই পোস্টার ঘিরে তৃণমূল অন্দরেই অস্বস্তি তৈরি হয়েছে। কটাক্ষ করছে বিজেপিও।

তিনি আরও বলেন, “কোথাও না কোথাও সাংস্কৃতিক জগতে দুই তারকা একটা পাত্রভূমি এবং একটা রাজ চক্রবর্তী। বারাকপুর লোকসভার মধ্যে দুই বিধায়ক রয়েছে এবং বারাকপুর লোকসভার মধ্যে যদি একটি সাংস্কৃতিক পরিবেশ তৈরি হয় তাহলে তো সকলের আনন্দ হওয়া উচিত এবং সাধারণ মানুষের তাতে নিশ্চয়ই সায় দেবেন।”

বারাকপুর বিজেপি জেলার সাধারণ সম্পাদক কুন্দন সিং বলেন, “বিগত কিছুদিন ধরে বারাকপুরে বিভিন্ন এলাকাতে হালিশহর হোক বা ইছাপুর হোক, বারাকপুর হোক একটা ফ্লেক্স লাগানো আছে।” তাঁর  প্রশ্ন, “এটা জন্মদিনের শুভেচ্ছা না এটা তৃণমূলের মধ্যে যে গোষ্ঠীদ্বন্দ্ব তা এর থেকে প্রমাণিত হচ্ছে। তৃণমূলের নিজেদের মধ্যে যে কোন কোন্দল আছে তা প্রকাশ্যে রোডে একদম এনে দেওয়া হচ্ছে। জন্মদিনের শুভেচ্ছা কেউ কাউকে দিতেই পারেন, কিন্তু এই ফ্লেক্সটা লাগিয়ে এটা বার্তা দেওয়া হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের সবকিছু ঠিক চলছে না।” এখনও পর্যন্ত এই পোস্টার নিয়ে রাজ চক্রবর্তীর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।