Rajarhat: ‘বলছে মেয়েদের গায়ে জল দিলে নাচ দেখতে ভাল লাগে’, রাজারহাটে নিরঞ্জনের শোভাযাত্রায় নাবালিকার সঙ্গে ‘নোংরামি’, গ্রেফতার তৃণমূল নেতা

Ranjit Dhar | Edited By: অবন্তিকা প্রামাণিক

Oct 14, 2024 | 5:20 PM

Rajarhat: জানা যাচ্ছে, সোমবার রাতে দুর্গা পুজোর নিরঞ্জনের একটি শোভাযাত্রা বেরিয়েছিল। সেই সময় মহিলাদের উদ্দেশ্য করে কটুক্তি করার অভিযোগ ওঠে। জল ছোড়া হয়। ছাড় পাননি ছেলেরাও। মারধর করা হয় বলে খবর। কাঠগড়ায় রাজারহাট বিষ্ণুপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েত সদস্য সুব্রত দাস ও তার অনুগামীরা।

Rajarhat: বলছে মেয়েদের গায়ে জল দিলে নাচ দেখতে ভাল লাগে, রাজারহাটে নিরঞ্জনের শোভাযাত্রায় নাবালিকার সঙ্গে নোংরামি, গ্রেফতার তৃণমূল নেতা
রাজারহাটে নাবালিকাকে হেনস্থা
Image Credit source: Tv9 Bangla

Follow Us

রাজারহাট: দুর্গাপুজোর নিরঞ্জনের শোভাযাত্রার দিন নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ। গায়ে জল ছেটানো থেকে কুরুচিকর মন্তব্য। গ্রেফতার রাজারহাট বিষ্ণুপুরের এক তৃণমূল পঞ্চায়েত সদস্য সুব্রত দাস সহ বারোজন। সোমবার ধৃতদের বারাসত আদালতে পেশ করা হয়েছে।

জানা যাচ্ছে, সোমবার রাতে দুর্গা পুজোর নিরঞ্জনের একটি শোভাযাত্রা বেরিয়েছিল। সেই সময় মহিলাদের উদ্দেশ্য করে কটুক্তি করার অভিযোগ ওঠে। জল ছোড়া হয়। ছাড় পাননি ছেলেরাও। মারধর করা হয় বলে খবর। কাঠগড়ায় রাজারহাট বিষ্ণুপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েত সদস্য সুব্রত দাস ও তার অনুগামীরা। নাবালিকার বাবা বলেন, “পাড়ারই কিছু ছেলে আমার মেয়ের গায়ে জল দেয়। সেটাতে প্রতিবাদ করে আমার দাদা। মারধর করা হয়। থানায়ও অভিযোগ জানানো হয়। এরপর থানাতেই দাপট দেখাতে যায়। এমনকী বলেছিল মেয়েদের গায়ে জল দিলে নাচ দেখতে ভাল লাগে।”

এরপর অভিযোগ দায়ের হয় থানায়। সেই অভিযোগের খবর পেয়ে বারো জনকে গ্রেফতার করে পুলিশ। একাধিক ধারায় মামলা রুজু করে বারাসত আদালতে পাঠানো হয়। বিচারক তাঁদের আগামী ১৯ তারিখ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। এ প্রসঙ্গে তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায় বলেন, “দলের মধ্যে থেকে এই ধরনের কাজ কোনোও রকম ভাবে বরদাস্ত করা হবে না। প্রয়োজনে দল ওই  সদস্যের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। সেই বিষয়ে দল আলাদাভাবে তদন্ত করে দেখছে।”

Next Article