কলকাতা: একবার নয়, একাধিকবার অভিযোগ করেছেন সিবিআই যোগাযোগ রাখছেন না তাঁদের সঙ্গে। এমনকী ফোন করলে সেই ফোনও তুলছে না। মেয়ের মৃত্যুর তদন্তের অগ্রগতি কী সে কথাও তাঁদের জানানো হচ্ছে না। এই আবহের মধ্যে এবার দিল্লি যাচ্ছেন তিলোত্তমার বাবা-মা। সিবিআই-এর ডিরেক্টরেটের সঙ্গে দেখা করবে নির্যাতিতার পরিবার। এই মামলার আইনজীবীর সঙ্গেও কথা বলবেন তাঁরা।
তদন্তের অগ্রগতি নিয়ে খুবই অসন্তুষ্ট তিলোত্তমার মা-বাবা। কেন তদন্ত এত ‘স্লথ’ গতিতে চলছে। কীভাবে দ্রুততার সঙ্গে করা যায়। বর্তমান ‘স্ট্যাটাস’ কী। ইত্যাদি সব কিছুই জানার জন্য রওনা হয়েছেন দিল্লিতে।
এ প্রসঙ্গে তিলোত্তমার বাবা বলেন, “সুপ্রিম কোর্টে যিনি আমাদের আইনজীবী করুণা নন্দী তাঁর সঙ্গে দেখা করতে যাচ্ছি। আমাদের শিয়ালদহ আদালতে যাঁরা লিগ্যাল টিম আছে তাঁরাও যাচ্ছেন। সিনিয়র কয়েকজন চিকিৎসক আছেন যাঁরা যাচ্ছেন। মামলা যাতে সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্টে ফিরিয়ে আনা যায় সেই চেষ্টাও করা হবে। এছাড়া আমরা দিল্লির সিজিও কমপ্লেক্সে যাব। সিবিআই-এর ডিরেক্টরের সঙ্গে কথা বলব। এখানকার তদন্তের অগ্রগতির সম্বন্ধে জানব।”
অপরদিকে, তিলোত্তমার মা বলেন, “আমরা প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির সঙ্গে দেখা করব না। ওঁরা আমাদের সময় দেননি। হয়ত পরের সপ্তাহে সময় হবে। কেসটার অগ্রগতি কতদূর তা বুঝতেই তো পারছি না। সেই কারণে যাব।”