Accident : লরিকে টেনে নিয়ে যাচ্ছিল JCB, নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা, রাস্তাতেই ছিটকে পড়ল ৫ জন

TV9 Bangla Digital | Edited By: সঞ্জয় পাইকার

May 08, 2022 | 8:36 PM

Accident : কেন লরিকে ক্রেন দিয়ে না টেনে জেসিবি দিয়ে টানা হচ্ছিল তাই নিয়ে উঠছে প্রশ্ন। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।

Accident : লরিকে টেনে নিয়ে যাচ্ছিল JCB, নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা, রাস্তাতেই ছিটকে পড়ল ৫ জন
দুর্ঘটনার জেরে রাস্তায় সাময়িক যানজট হয়

Follow Us

বসিরহাট : রাস্তায় খারাপ হয়ে গিয়েছিল লরি। তাকে টেনে নিয়ে যাওয়ার জন্য আসে জেসিবি মেশিন। রাস্তা দিয়ে টেনে নিয়ে যাওয়ার সময় আচমকা নিয়ন্ত্রণ হারায় লরিটি। পরপর ধাক্কা মারে টোটো, মোটরসাইকেল ও সাইকেলে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ২ জনের। আহত হয়েছেন আরও তিনজন। আজ সন্ধ্যায় দুর্ঘটনাটি (Road Accident) ঘটেছে বসিরহাট মহকুমার বসিরহাট থানার ২ নম্বর রাজ‍্য সড়কের দক্ষিণ গুলাইচণ্ডীর মানিকপাড়া মোড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রবিবার সন্ধ্যা পৌনে ছ’টা নাগাদ টাকি রোডে একটি লরি খারাপ হয়ে যায়। তারপর একটি জেসিবি এনে লরিটি টেনে নিয়ে যাওয়া হচ্ছিল। সেইসময় রাস্তায় একটি যাত্রী বোঝাই টোটো, সাইকেল ও বাইক আরোহীর উপরে উঠে যায় লরিটি। রাস্তায় ছিটকে পড়েন ৫ জন। ঘটনাস্থলে দুই ব্যক্তির মৃত্যু হয়। একজন টোটো যাত্রী ও অন্য একজন সাইকেল-আরোহী। তাঁদের বয়স আনুমানিক ৫০-৫৫ বছর। মৃতদের একজনের বাড়ি বসিরহাটের ধলতিথায় এবং আর এক জনের বাড়ি হাসনাবাদের হরিপুর এলাকায়। বাকি তিনজন গুরুতর জখম হয়ে বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।

দুর্ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। রাস্তায় সাময়িক যানজট হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে পুলিশ।  কেন লরিকে ক্রেন দিয়ে না টেনে জেসিবি দিয়ে টানা হচ্ছিল তাই নিয়ে উঠছে প্রশ্ন। ঘাতক লরিটিকে বাজেয়াপ্ত করা হয়েছে। জেসিবির চালক ও খালাসিকে আটক করেছে বসিরহাট থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। মৃতদের পরিবারের লোককে খবর দেওয়া হয়েছে।

Next Article