AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sajal Ghosh: ‘দাদা নোটায় ভোট না দিয়ে BJP-কে কেন দেব?’, TMC কর্মীকে উত্তর বুঝিয়ে দিলেন সজল

Kamarhati: বরাহনগর উপনির্বাচনে বিজেপি-র হয়ে লড়াই করছেন সজল। সোমবার কামারহাটি পৌরসভার ১৭, ১৮, ১৯, ২০ নম্বর ওয়ার্ডে প্রচার করতে যান তিনি। সেই সময় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের সভাপতি রানা বিশ্বাস ও তাঁর সঙ্গীরা।

Sajal Ghosh: 'দাদা নোটায় ভোট না দিয়ে BJP-কে কেন দেব?', TMC কর্মীকে উত্তর বুঝিয়ে দিলেন সজল
আবার তর্কাতর্কিতে সজলImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Apr 30, 2024 | 1:28 PM
Share

কামারহাটি: ‘এরা সকলে নতুন ভোটার দাদা…’, ‘আমরা বিজেপি-কে কেন ভোট দেব?’, ‘জয় বাংলা’…। আবার বিতর্কে জড়ালেন বিজেপি প্রার্থী সজল ঘোষ। বরাহনগরের পর কামারাহাটি প্রচারে গিয়ে তৃণমূল কংগ্রেসের সভাপতি রানা বিশ্বাসের সঙ্গে কথাকাটাকাটি সজল ঘোষের। বিজেপি প্রার্থীকে ঘিরে উঠল ‘জয় বাংলা’ স্লোগান। পরে এলাকা ছাড়েন সজল।

বরাহনগর উপনির্বাচনে বিজেপি-র হয়ে লড়াই করছেন সজল। সোমবার কামারহাটি পৌরসভার ১৭, ১৮, ১৯, ২০ নম্বর ওয়ার্ডে প্রচার করতে যান তিনি। সেই সময় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের সভাপতি রানা বিশ্বাস ও তাঁর সঙ্গীরা। সজলকে দেখেই রানা প্রথমে বলেন, ‘দাদা একটা প্রশ্ন ছিল নোটাতে ভোট না দিয়ে আমরা বিজেপি-কে কেন ভোট দেব?‘ পাল্টা উত্তর দিতে গিয়ে বিজেপি প্রার্থী বলেন, ‘আমিও যদি আপনাকে একই প্রশ্ন করি নোটাতে ভোট না দিয়ে আমরা কেন তৃণমূলে ভোট দেব?‘ সেই সময় রানা জানান, ‘তৃণমূল লক্ষ্মীশ্রী করেছে’ উত্তরে সজল তাঁর ভুল ধরিয়ে বলেন, ‘ওটা লক্ষ্মীশ্রী নয়…’।

তারপর বিজেপি প্রার্থী জানান, ‘আপনাকে তো কেউ ভোট দিতে বলেননি। মন থেকে যাকে চাইবেন তাঁকেই ভোট দেবেন।’ কিন্তু নাছোড় ওই তৃণমূল কর্মী বলেন, ‘উত্তরটা তো দিতে পারলেন না।’ এরপর আচমকাই সজলকে ঘিরে ‘জয় বাংলা’ স্লোগান দেন তাঁরা। এরপর বিজেপি প্রার্থী এলাকা ছাড়তেই তৃণমূল কর্মীরা বলতে থাকেন, ‘হায় হায় কী হল,সজল ঘোষ পালিয়ে গেল’