সন্দেশখালি: চতুর্থ দফার নির্বাচনের আগে ফের নতুন করে তপ্ত হয়ে উঠছে সন্দেশখালি। নেপথ্যে স্টিং অপারেশনের ভাইরাল হওয়া ভিডিয়ো (যে ভিডিয়োর সত্যতা যাচাই করে নি TV9 বাংলা)। আর তাকে হাতিয়ার করে ময়দানে তৃণমূল, পাল্টা মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ ও ফেক ভিডিয়ো তৈরি করে মহিলাদের সম্মানহানি করার মতো অভিযোগ তুলে বিজেপির থানা ঘেরাও। গঙ্গাধর কয়ালের সঙ্গে ধরা স্টিং অপারেশনের ভাইরাল ভিডিয়োর চতুর্থ পার্ট প্রকাশ্যে এনেছেন তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী। এই ভিডিয়োতে আবারও শোনা যাচ্ছে গঙ্গাধর কয়াল বলছেন, “ভোটের সময় ৫০টি পিস্তল ও ১২ রাউন্ড করে গুলি লাগবে। সঙ্গে হাতে এক লক্ষ টাকা পেলে ভাল হয়।”
ভাইরাল ভিডিয়োর প্রথম যে পার্টটা প্রকাশ্যে এসেছিল, তাতেও ভোটের সময়ে ‘টাকার খেলা’র বিষয়টি সামনে এসেছে। অভিযোগ উঠেছে, ভোটের সময়ে সন্দেশখালিতে অস্ত্র সরবরাহেরও পরিকল্পনা করা হয়েছে। তারই মধ্যে চতুর্থ দফার আগে প্রকাশ্যে আসা এই ভাইরাল ভিডিয়ো সেই অভিযোগের পারদ আরও চড়াল।
ফের বিজেপি নেতা গঙ্গাধর কয়ালের ভাইরাল ভিডিয়োয় পাড়ায় পাড়ায় ঘুরে আন্দোলনকারী মহিলাদের টাকা বিলি নিয়ে আলোচনা হয়েছে। নাম ও মোবাইল নম্বরের তালিকায় তৈরি নিয়েও ভিডিয়োয় আলোচনা হয়েছে। ভিডিয়োতে দেখা গিয়েছে ৭২ জন মহিলাকে এক দফায় ২ হাজার টাকা করে দেওয়া হয় বলে দাবি করা হয়েছে। সঙ্গে ভোটের সময় ৫০টি পিস্তল ও ১২ রাউন্ড করে গুলি লাগবে,
হাতে ১ লক্ষ টাকা পেলে ভাল হয় বলেও দাবি করা হয়েছে। ভোটের সময় বুথ পিছু ৫ হাজার টাকার মদ লাগবে বলেও ভিডিয়োতে শোনা গিয়েছে। যা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। সন্দেশখালির ভাইরাল ভিডিয়োতে হাতিয়ার করে দিল্লি পর্যন্ত গিয়েছে তৃণমূল। পাল্টা ময়দানে নেমেছে বিজেপি।
এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ” সন্দেশ খালি নিয়ে এখনও মিথ্যাচার করছেন। সন্দেশ মানুষ দেবে। দেশ সন্দেশ দেবে মোদী হারছে।” তৃণমূল নেতা শান্তনু সেন বলেন, “সত্যকে দীর্ঘদিন চেপে রাখা যায় না। প্রথম থেকে বলছিলাম, সন্দেশখালির ঘটনা মিথ্যা, সাজানো চিত্রনাট্য। এবার এই ভিডিয়ো যদি মিথ্যা তারা বলে তাহলে এটাকে মিথ্যা প্রমাণ করার দায়িত্ব তাদেরই। বাংলার মা-বোনেদের ইজ্জত নিয়ে খেলা করেছে। চার দফা নির্বাচনে এর প্রভাব পড়তে চলেছে।”
অন্যদিকে, বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ বলেন, “এরকম ভিডিয়ো নতুন কিছু না। এরকম অনেক ভিডিয়ো আসবে যাবে, যেহেতু আদালতের নির্দেশে তদন্ত চলছে, এই সব কিছুই সেই তদন্তের মধ্যে আনা উচিত।” এই ভিডিয়ো প্রকাশ্যে আসার পর নতুন করে উত্তাপ চড়তে শুরু করছে। ফের ভিডিয়ো বানানোর অভিযোগ রবিবার সকালে থানার সামনে বিক্ষোভ দেখাতে থাকেন সন্দেশখালির প্রতিবাদী মহিলারা।
সন্দেশখালি: চতুর্থ দফার নির্বাচনের আগে ফের নতুন করে তপ্ত হয়ে উঠছে সন্দেশখালি। নেপথ্যে স্টিং অপারেশনের ভাইরাল হওয়া ভিডিয়ো (যে ভিডিয়োর সত্যতা যাচাই করে নি TV9 বাংলা)। আর তাকে হাতিয়ার করে ময়দানে তৃণমূল, পাল্টা মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ ও ফেক ভিডিয়ো তৈরি করে মহিলাদের সম্মানহানি করার মতো অভিযোগ তুলে বিজেপির থানা ঘেরাও। গঙ্গাধর কয়ালের সঙ্গে ধরা স্টিং অপারেশনের ভাইরাল ভিডিয়োর চতুর্থ পার্ট প্রকাশ্যে এনেছেন তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী। এই ভিডিয়োতে আবারও শোনা যাচ্ছে গঙ্গাধর কয়াল বলছেন, “ভোটের সময় ৫০টি পিস্তল ও ১২ রাউন্ড করে গুলি লাগবে। সঙ্গে হাতে এক লক্ষ টাকা পেলে ভাল হয়।”
ভাইরাল ভিডিয়োর প্রথম যে পার্টটা প্রকাশ্যে এসেছিল, তাতেও ভোটের সময়ে ‘টাকার খেলা’র বিষয়টি সামনে এসেছে। অভিযোগ উঠেছে, ভোটের সময়ে সন্দেশখালিতে অস্ত্র সরবরাহেরও পরিকল্পনা করা হয়েছে। তারই মধ্যে চতুর্থ দফার আগে প্রকাশ্যে আসা এই ভাইরাল ভিডিয়ো সেই অভিযোগের পারদ আরও চড়াল।
ফের বিজেপি নেতা গঙ্গাধর কয়ালের ভাইরাল ভিডিয়োয় পাড়ায় পাড়ায় ঘুরে আন্দোলনকারী মহিলাদের টাকা বিলি নিয়ে আলোচনা হয়েছে। নাম ও মোবাইল নম্বরের তালিকায় তৈরি নিয়েও ভিডিয়োয় আলোচনা হয়েছে। ভিডিয়োতে দেখা গিয়েছে ৭২ জন মহিলাকে এক দফায় ২ হাজার টাকা করে দেওয়া হয় বলে দাবি করা হয়েছে। সঙ্গে ভোটের সময় ৫০টি পিস্তল ও ১২ রাউন্ড করে গুলি লাগবে,
হাতে ১ লক্ষ টাকা পেলে ভাল হয় বলেও দাবি করা হয়েছে। ভোটের সময় বুথ পিছু ৫ হাজার টাকার মদ লাগবে বলেও ভিডিয়োতে শোনা গিয়েছে। যা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। সন্দেশখালির ভাইরাল ভিডিয়োতে হাতিয়ার করে দিল্লি পর্যন্ত গিয়েছে তৃণমূল। পাল্টা ময়দানে নেমেছে বিজেপি।
এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ” সন্দেশ খালি নিয়ে এখনও মিথ্যাচার করছেন। সন্দেশ মানুষ দেবে। দেশ সন্দেশ দেবে মোদী হারছে।” তৃণমূল নেতা শান্তনু সেন বলেন, “সত্যকে দীর্ঘদিন চেপে রাখা যায় না। প্রথম থেকে বলছিলাম, সন্দেশখালির ঘটনা মিথ্যা, সাজানো চিত্রনাট্য। এবার এই ভিডিয়ো যদি মিথ্যা তারা বলে তাহলে এটাকে মিথ্যা প্রমাণ করার দায়িত্ব তাদেরই। বাংলার মা-বোনেদের ইজ্জত নিয়ে খেলা করেছে। চার দফা নির্বাচনে এর প্রভাব পড়তে চলেছে।”
অন্যদিকে, বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ বলেন, “এরকম ভিডিয়ো নতুন কিছু না। এরকম অনেক ভিডিয়ো আসবে যাবে, যেহেতু আদালতের নির্দেশে তদন্ত চলছে, এই সব কিছুই সেই তদন্তের মধ্যে আনা উচিত।” এই ভিডিয়ো প্রকাশ্যে আসার পর নতুন করে উত্তাপ চড়তে শুরু করছে। ফের ভিডিয়ো বানানোর অভিযোগ রবিবার সকালে থানার সামনে বিক্ষোভ দেখাতে থাকেন সন্দেশখালির প্রতিবাদী মহিলারা।