Sandeshkhali: স্পিডবোটে চেপে এসেছিলেন শাহজাহান! তারপর কোথায় গেলেন? অগ্নিমিত্রার দাবিতে হইচই

Sheikh Sahajahan: গত ৫ জানুয়ারি থেকে এলাকায় দেখা মিলছে না শেখ শাহজাহানের। তিনি কোথায় রয়েছেন, তা পুলিশও বলতে পারছে না। ইতিমধ্যেই ইডির একাধিক সমন এড়িয়েছেন তিনি। বিরোধীরা বার বার বোঝানোর চেষ্টা করেছে, যে শেখ শাহাজাহান আশপাশের এলাকাতেই ঘুরে বেরাচ্ছেন। বুধবার আবারও সেই তত্ত্বই শোনা গেল বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পলের গলায়।

Sandeshkhali: স্পিডবোটে চেপে এসেছিলেন শাহজাহান! তারপর কোথায় গেলেন? অগ্নিমিত্রার দাবিতে হইচই
শেখ শাহজাহানImage Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Feb 14, 2024 | 5:15 PM

সন্দেশখালি: সোমবারই নাকি দেখা গিয়েছে শেখ শাহজাহানকে। বিস্ফোরক দাবি বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পলের। কোথায় দেখা গিয়েছে? কোন পথে এসেছিলেন? তারপর কোথায় গেলেন? সেই সব নিয়ে এবার একের পর এক চাঞ্চল্যকর দাবি করলেন অগ্নিমিত্রা। উল্লেখ্য, গত ৫ জানুয়ারি থেকে এলাকায় দেখা মিলছে না শেখ শাহজাহানের। তিনি কোথায় রয়েছেন, তা পুলিশও বলতে পারছে না। ইতিমধ্যেই ইডির একাধিক সমন এড়িয়েছেন তিনি। বিরোধীরা বার বার বোঝানোর চেষ্টা করেছে, যে শেখ শাহাজাহান আশপাশের এলাকাতেই ঘুরে বেরাচ্ছেন। বুধবার আবারও সেই তত্ত্বই শোনা গেল বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পলের গলায়।

অগ্নিমিত্রা পলের কথায়, ‘সন্দেশখালির মধ্যে পরশু দিন অবধি শেখ শাহজাহান ছয় জনকে নিয়ে স্পিড বোটে করে নেমেছেন। হেমনগরের মতো জায়গায় তিনি ঘুরে বেড়িয়েছেন। এটা গত পরশুর কথা। কেন্দ্রের কাছে আমার অনুরোধ, এনআইএ পাঠানো হোক এবং শেখ শাহজাহানকে ঘাড় ধরে দিল্লিতে নিয়ে যাওয়া হোক।’

এরপর অগ্নিমিত্রার আরও সংযোজন, ‘শাহজাহান সন্দেশখালিতে আছে। আমি গত পরশুর কথা বলছি। দুপুর তিনটের সময় শেখ শাহাজাহান ছয় জনকে নিয়ে স্পিড বোটে করে এসে ওই এলাকায় নেমেছিলেন। তারপর লোকজনের চিৎকার-চেঁচামেচির চোটে তাঁরা চলে গিয়েছেন। ওখানে একটা জঙ্গল আছে, সেই জঙ্গলের মধ্যে চলে গিয়েছেন।’

প্রসঙ্গত, শেখ শাহজাহান কোথায় আছেন, তা নিয়ে ধোঁয়াশা রয়েই গিয়েছে। আগাম জামিনের আর্জি নিয়ে আইনজীবী মারফত আদালতেরও দ্বারস্থ হয়েছেন শাহজাহান। আইনজীবী মারফত চিঠি পাঠিয়ে ইডির হাজিরাও এড়িয়েছেন। কিন্তু সন্দেশখালিতে ৫ জানুয়ারি ইডির অফিসাররা আক্রান্ত হওয়ার পর থেকে এলাকায় আর দেখা মেলেনি শাহজাহানের।