সন্দেশখালি: আবার উত্তপ্ত সন্দেশখালি। আবারও পথে নেমেছেন গ্রামের মহিলারা। এবারের ঘটনাস্থল সন্দেশখালিক সুখদোয়ানি। গ্রামবাসীদের অভিযোগ, ইট বিক্রি করে সেই টাকা আত্মসাৎ করেছেন দুই তৃণমূল নেতা। এরপরই বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। এমনকী ঠিকাদারকে ঘিরে ধরে দেখানো হয় বিক্ষোভ। পরিস্থিতি মোকাবিলায় নামে পুলিশ ও র্যাফ।
গ্রামবাসীদের কেউ কেউ অভিযোগ করে বলেছেন,দুর্গামন্দিরের জন্য বরাদ্দ ইট বিক্রি করে দিয়েছেন তৃণমূলের দুই নেতা। একজনের নাম সঞ্জীব আড়ি। তিনি অঞ্চল সভাপতি। অপরজন দেবব্রত ভুঁইয়া। কারোর আবার অভিযোগ, ম্যানগ্রোভ কেটে নদীর চর বিক্রি করে দোকান তৈরি করা হয়েছে। শুধু তাই নয়, গ্রামবাসীদের আরও দাবি, নির্মল বাংলা প্রকল্পে শৌচাগার নির্মাণের জন্য বরাদ্দ ইট ঠিকাদার চিত্ত অধিকারীকে বিক্রি করে দিয়েছে দেবব্রত-সঞ্জীব আড়ি।
এরপর আজ ঠিকাদার সেই ইট তুলতে এলে শুরু হয় তুমুল বিক্ষোভ। প্রাণ বাঁচাতে ঘরের ভিতর ঢুকে যান দুই অভিযুক্ত। তাঁদের নিরাপত্তা দিতে গোটা বাড়ি ঘিরে রাখে পুলিশ। পরিস্থিতি মোকাবিলায় নেমেছে র্যাফ। ইতিমধ্যেই গ্রামবাসীরা দেবব্রতর বাইক ভাঙচুর করেছেন। অভিযোগ, মারধর করা হয়েছে তাঁর ভাইপোকে। শুধু তাই নয়, পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে, গ্রামবাসীদের ঠেকাতে গিয়ে পুলিশ মাটিতে পড়ে যায়। দেবব্রত ভুঁইয়া বলেন, “আমরা মিটিং যাচ্ছিলাম। কালভার্টের স্কিম হয়েছে। সেটার জন্য কিছু ইট কম পড়ে। আমি ঠিকাদারকে বলেছিলাম পঞ্চায়েতের ইট নিয়ে লম্বা করে দিও। এবার এখানকার পুজো কমিটি বলেছে ইট দেব না। এরপর ঠিকাদার সেই ইট নামিয়ে দেয়। আর আমরা মিটিংয়ে যাওয়ার সময় ঘিরে ধরে বলে শাহজাহান এই করেছে ওই করেছে। আর কিছুই হয়নি। বাকি যা যা বলছে সব মিথ্যা।”