Seikh Sahajahan: এবার নিজের বাবাকে নিয়েই বিস্ফোরক দাবি করলেন শাহজাহান কন্যা সাবিনা

সুজয় পাল | Edited By: অবন্তিকা প্রামাণিক

Mar 11, 2024 | 10:36 AM

Seikh Sahajahan's Daughter: এ দিন বসিরহাট আদালতে তোলা হয় শাহজাহানকে। সিবিআই-এর ঘেরাটোপে তাঁকে নিয়ে আসা হয় সেখানে। বিচারক তাঁর জামিনের আবেদন নাকচ করে দেন। আরও চারদিন সিবিআই হেফাজতের নির্দেশ দেওয়া হয় তাঁকে। আজ আদালত চত্ত্বরে বাবাকে দেখতে এসেছিলেন সাবিনা।

Seikh Sahajahan: এবার নিজের বাবাকে নিয়েই বিস্ফোরক দাবি করলেন শাহজাহান কন্যা সাবিনা
শেখ শাহজাহানের কন্যা সাবিনা
Image Credit source: Tv9 Bangla

Follow Us

বসিরহাট: ৫৫ দিন লুকিয়ে ছিলেন। তারপর পুলিশের হাতে গ্রেফতার। সেখান থেকে সিআইডি। আর বর্তমানে সিবিআই হেফাজতে শেখ শাহজাহান। এতদিন সরাসরি তাঁর পরিবারের কাউকেই শাহজাহানকে নিয়ে মুখ খুলতে দেখা যায়নি। মাঝে তাঁর ভাই সংবাদ মাধ্যমে প্রতিক্রিয়া দিলেও এবার মুখ খুললেন খোদ তাঁর কন্যা।

এ দিন বসিরহাট আদালতে তোলা হয় শাহজাহানকে। সিবিআই-এর ঘেরাটোপে তাঁকে নিয়ে আসা হয় সেখানে। বিচারক তাঁর জামিনের আবেদন নাকচ করে দেন। আরও চারদিন সিবিআই হেফাজতের নির্দেশ দেওয়া হয় তাঁকে। আজ আদালত চত্ত্বরে বাবাকে দেখতে এসেছিলেন সাবিনা। এখন শাহজাহান রয়েছেন কলকাতায়। ফলে বাবার আর মেয়ের দেখা হয় না বললেই চলে। এ দিন সংবাদ মাধ্যমে সাবিনা জানান তাঁর বাবা নির্দোষ। কার্যত ক্ষুব্ধ হয়েই তিনি বললেন, তাঁর বাবাকে ফাঁসানো হয়েছে। কিন্তু কে ফাঁসিয়েছে সে কথা যদিও বলেননি তিনি। শুধু চোখে মুখে প্রকাশ পেল একরাশ রাগ-ক্ষোভ।

সাবিনা একবার নয়, বারেবারে শুধু বললেন, “আমার বাবাকে ফাঁসানো হয়েছে। বলছি তো আমার বাবাকে ফাঁসানো হয়েছে। আমার বাবা নির্দোষ। সময় আসলে সব প্রমাণ হবে।” এরপর যদিও কোনও কথা বললেনি। হনহন করে বেরিয়ে যান আদালত চত্ত্বর থেকে।

 

Next Article