Snake in School: ‘ফোঁস’ শুনতেই আতঙ্কে পড়ুয়ারা, অভিভাবকদের রোষে প্রধান শিক্ষিকা
Snake in School: অভিভাবকদের অভিযোগ, শুধু যে আজ স্কুলে সাপ বেরিয়েছে এমনটা নয়। স্কুলে অব্যবস্থা দীর্ঘদিনের। গোটা স্কুলের পাশাপাশি ক্লাসরুমগুলি সারাক্ষণ নোংরা থাকে। বারবার পরিষ্কার করার কথা বললেও তা করা হয় না।
গাইঘাটা: চূড়ান্ত অব্যবস্থা স্কুলে। অপরিচ্ছন্ন ক্লাসরুম। অভিযোগ, সঠিক সময়ে স্কুলে আসেন না শিক্ষিকারা। এমনকী মিড ডে মিলেও দেওয়া হচ্ছে খারাপ খাবার। তারমধ্যেই আবার ক্লাস রুমে সাপের আতঙ্ক। তাতেই ক্ষোভে ফুঁসছেন অভিভাবকেরা। প্রতিবাদে স্কুল গেটে তালা দিয়ে চলল বিক্ষোভ। তালা খুলতেই বিক্ষোভের মুখে পড়লেন প্রধান শিক্ষিকা। চাঞ্চল্যকর ঘটনা উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার চড়ুইগাছি এফ পি স্কুলে।
অভিভাবকদের অভিযোগ, এদিন দ্বিতীয় শ্রেণির এক ছাত্রী ক্লস রুমে ব্যাগ রাখতে গেলে আচমকা সেখানে একটা বিষধর সাপকে দেখতে পাওয়া যায়। সেটি ছোবলও মারতে যায় ছাত্রীটিকে। ভয় ছুটে পালায় ওই পড়ুয়া। বাইরে এসে বাকিদের সাপের কথা বলে। অভিভাবকরা জানতে পেরেই ক্ষোভে ফেটে পড়েন। সোজা স্কুল গেটে দিয়ে দেন তালা। শুরু হয় বিক্ষোভ। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন স্কুলের প্রধান শিক্ষিকা। তাঁকে ঘিরে ধরেও শুরু হয়ে যায় বিক্ষোভ।
অভিভাবকদের অভিযোগ, শুধু যে আজ স্কুলে সাপ বেরিয়েছে এমনটা নয়। স্কুলে অব্যবস্থা দীর্ঘদিনের। গোটা স্কুলের পাশাপাশি ক্লাসরুমগুলি সারাক্ষণ নোংরা থাকে। বারবার পরিষ্কার করার কথা বললেও তা করা হয় না। এমনকী স্কুলের শিক্ষিকারা সময় মতো স্কুলে আসেন না বলেও তাঁদের অভিযোগ। মিডে মিলের খাবারেও প্রায়শই কিলবিল করে পোকা। আর তাতেই ক্ষোভে ফেটে পড়ছেন তাঁদের। তাঁদের একটাই দাবি, প্রধান শিক্ষিকার অপসারণ।
অভিভাবকরা বলছেন, দ্রুত অবস্থার পরিবর্তন না হলে আর স্কুলে সন্তানদের পাঠানো কার্যত অসম্ভব হয়ে দাঁড়াবে। অন্যদিকে স্কুলে অপরিচ্ছন্নতার কথা স্বীকার করলেও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন প্রধান শিক্ষিকা। তাঁর দাবি, স্কুলে লোকের অভাব ঠিকঠাক পরিষ্কার করা যাচ্ছে না। তবে টাইমে স্কুলে না আসার অভিযোগ ভিত্তিহীন।