AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

west bengal school: স্কুল চলাকালীনই ঢুকে পড়েছে ওরা, আতঙ্কে ক্লাসে আসা বন্ধ করে দিল ছাত্রীরা

Snake Panic: উত্তর ২৪ পরগনার বনগাঁ গোপালনগর ২ নাম্বার গ্রাম পঞ্চায়েত এলাকার সুন্দরপুর সাতবেড়িয়া বনগ্রাম কালীচরণ হাওলাদার বালিকা বিদ্যাপীঠের ঘটনা। সেখানে ১৩০ জন ছাত্রী পড়াশোনা করে।

west bengal school: স্কুল চলাকালীনই ঢুকে পড়েছে ওরা, আতঙ্কে ক্লাসে আসা বন্ধ করে দিল ছাত্রীরা
আতঙ্কিত শিক্ষিকারাওImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Jul 29, 2025 | 5:39 PM
Share

বনগাঁ: নিম্নচাপের প্রভাবে বেশ কয়েকদিন ধরে বৃষ্টি হয়েই চলছে। গোটা দক্ষিণবঙ্গ তো বটেই পাশাপাশি উত্তরবঙ্গেও লাগাতার বৃষ্টি হচ্ছে। কিন্তু এই সবের মধ্যেই উত্তর ২৪ পরগনায় প্রায় ক্লাস বন্ধের জোগাড়। বলা ভাল সাময়িক বন্ধ হওয়ার পথে স্কুলও। কেন জানলে অবাক হবেন। কারণ, সেখানে সাপের আতঙ্কে ছাত্রীরা আসছে না স্কুলে। বন্ধ ক্লাস। পরীক্ষার আগে ক্লাস বন্ধ থাকায় সমস্যায় স্কুল কর্তৃপক্ষ।

উত্তর ২৪ পরগনার বনগাঁ গোপালনগর ২ নাম্বার গ্রাম পঞ্চায়েত এলাকার সুন্দরপুর সাতবেড়িয়া বনগ্রাম কালীচরণ হাওলাদার বালিকা বিদ্যাপীঠের ঘটনা। সেখানে ১৩০ জন ছাত্রী পড়াশোনা করে। পঞ্চম শ্রেণী থেকে মাধ্যমিক পর্যন্ত ক্লাস হয় এই বিদ্যাপীঠে। সম্প্রতি, স্কুলের মিড ডে মিলের ঘর, স্টাফ রুমে, স্কুলের বিভিন্ন জায়গায় বিষধর সাপ দেখা যাচ্ছে বলে খবর। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার দাবি, এখনো পর্যন্ত বনদফতর দশটি বিষধর সাপ উদ্ধার করেছে।

গত শুক্রবার থেকে স্কুলে আসছে না ছাত্রীরা। পড়ুয়ারা স্কুলে না আসায় বন্ধ ক্লাস। এদিকে, আগামী সোমবার থেকে স্কুলে রয়েছে। তার আগে সাপের আতঙ্কে ছাত্রীরা স্কুলে না আসায় সমস্যায় পড়েছেন স্কুল কর্তৃপক্ষ। এই বিষয়ে এক অভিভাবক জানিয়েছেন, সাপের আতঙ্কে মেয়েকে স্কুলে পাঠাচ্ছি না। ভয়ে ছাত্রীরা স্কুলে আসছে না ।

অপরদিকে, স্কুল শিক্ষিকা জানিয়েছেন, জীবনের ঝুঁকি নিয়ে স্কুলে আসতে হচ্ছে। ছাত্রীরা স্কুলে আসছে না। কিন্তু আমাদের স্কুলে আসতে হচ্ছে আতঙ্কের মধ্যে রয়েছি। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা অঞ্জনা বিশ্বাস বলেন, “প্রতিদিন দুটো-তিনটে করে সাপ পাওয়া যাচ্ছে। আর সব বনদফতরকে খবর দিচ্ছি। ছাত্রীরা ভয়ে আসছে না।”