AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Subhranshu Roy: ‘বাবা অলমোস্ট….’, কেমন আছেন মুকুল রায়? এতদিনে সবটা জানালেন শুভ্রাংশু

Subhranshu Roy: এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করে দেন তাঁর ও তাঁর বাবার রাজনৈতিক অবস্থান। তিনি পরিষ্কার জানিয়ে দেন, তাঁর বাবা এখন তৃণমূলেই আছেন। মুকুল রায়ের স্বাস্থ্যের অবস্থার বিষয়ে শুভ্রাংশু বলেন, "ডাক্তারি ভাষায় কোমার অনেকগুলি স্টেজ আছে। বাবা অলমোস্ট কোমার দিকে।"

Subhranshu Roy: 'বাবা অলমোস্ট....', কেমন আছেন মুকুল রায়? এতদিনে সবটা জানালেন শুভ্রাংশু
ডান দিকে, মুকুল রায়ের ভাইরাল হওয়া ফাইল ছবিImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Feb 28, 2025 | 9:56 PM
Share

উত্তর ২৪ পরগনা: ছেলের সামনে বাবাকে অপমান! বৃহস্পতিবার তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মুকুল রায়কে যখন ‘বিশ্বাসঘাতক’ তকমা দিয়েছেন, তখন পাশেই দাঁড়িয়েছিলেন ছেলে শুভ্রাংশ। আর তা নিয়েই রাজনৈতিক চর্চা। কটাক্ষ ছুড়েছেন বিজেপি নেতা অর্জুন সিং। আর সে প্রসঙ্গে বলতে গিয়েই শুভ্রাংশু জানালেন এখন তাঁর বাবা কেমন আছেন!

এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করে দেন তাঁর ও তাঁর বাবার রাজনৈতিক অবস্থান। তিনি পরিষ্কার জানিয়ে দেন, তাঁর বাবা এখন তৃণমূলেই আছেন। মুকুল রায়ের স্বাস্থ্যের অবস্থার বিষয়ে শুভ্রাংশু বলেন, “ডাক্তারি ভাষায় কোমার অনেকগুলি স্টেজ আছে। বাবা অলমোস্ট কোমার দিকে। হাত পা নাড়াতে পারেন না,কথা বলতে পারেন না। কোনও সেন্স নেই। মাঝে মাঝে তাকাচ্ছেন। খুব কম। মাঝে মাঝে খিঁচুনি হচ্ছে।” মুকুল রায়কে এখন রাইস টিউবের মাধ্য়মে খাওয়ানো হচ্ছে। শুধুই নিঃশ্বাস নিচ্ছেন তিনি।

অভিষেকের মন্তব্য প্রসঙ্গে তিনি বলেন,  “দল যখন তৈরি হয়েছিল, তখন বাবা তাদের মধ্যেই একজন ছিলেন। যে কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন তার জবাব দেওয়ার জন্য দলের মুখপাত্ররা রয়েছেন। এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় আর বাবার বিষয়!”  এই নিয়ে তিনি বাইরে মন্তব্য করবেন না বলেও জানিয়ে দেন।

উল্লেখ্য, বছর দেড়েক আগে মুকুল রায়ের একটি ছবি ভাইরাল হয়। খাটের ওপর বসে আছেন তিনি। বাঁ হাতে রয়েছে স্লাইস পাউরুটি আর ডান হাতে স্টিলের চামচ। একেবারেই শীর্ণকায় তাঁর চেহারা। তারপর থেকে তাঁর আর কোনও ছবিই সেভাবে প্রকাশ্যে আসেনি।