Bangladesh: ‘যদি একবার সুযোগ মেলে…’, ভারতের সীমান্তে থিকথিক করছে বাংলাদেশিদের ভিড়

Suman Kalyan Bhadra | Edited By: জয়দীপ দাস

Aug 09, 2024 | 7:29 PM

Bangladesh: একই ছবি জলপাইগুড়িতেও। সেখানেও সীমান্তবর্তী এলাকা মানিকগঞ্জের সাতকুড়ার দেখা গেল কয়েক হাজার বাংলাদেশির ভিড়। সকলেই এ দেশে প্রবেশের অনুমতির অপেক্ষায় প্রহর গুনছেন।

Bangladesh: ‘যদি একবার সুযোগ মেলে…’, ভারতের সীমান্তে থিকথিক করছে বাংলাদেশিদের ভিড়
সামনে আসছে এই ছবি
Image Credit source: TV-9 Bangla

Follow Us

উত্তর দিনাজপুর: জ্বলছে বাংলাদেশ। আঁচ এপার বাংলাতেও। অনুপ্রবেশের আশঙ্কায় সীমান্তে কড়া নজরদারি চলছে। পেট্রাপোল থেকে হিলি, সব জায়গাতেই ছবিটা এক। ছবিটা এক গেদে সীমান্তেও। এদিকে হাসিনা দেশ ছাড়তেই সে দেশের সংখ্যালঘু অর্থাৎ হিন্দুদের উপর লাগাতার আক্রমণের অভিযোগ সামনে এসেছে। যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারতও। এদিকে এরইমধ্যে যা খবর আসছে তাতে দেখা যাচ্ছে বাংলাদেশের একাধিক জেলায় দেশ ছাড়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন হাজার হাজার সংখ্যালঘু। ভিড় বাড়ছে সীমান্তবর্তী এলাকাগুলিতে। 

সূত্রের খবর, বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার রানিশংকৈল উপজেলার ৬ নম্বর কাশিপুর ইউনিয়নের টেমকাভিটা গ্রামের প্রায় সকলে দেশ ছাড়ার জন্য বেরিয়ে পড়েছেন নিজেদের বাড়ি ছেড়ে। একেবারে গোটা গ্রামই এখন জনমানবহীন। এক কাপড়ে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে তারা ভারতীয় সীমান্তে এসে দাঁড়িয়েছেন। যে এলাকায় তাঁরা এসে জড়ো হয়েছেন তাঁর ঠিক উল্টো পারেই উত্তর দিনাজপুর। কিন্তু, সেখানে সদা তৎপর সীমান্ত রক্ষী বাহিনী। টহল দিচ্ছে বিএসএফ জওয়ানরা। 

একই ছবি জলপাইগুড়িতেও। সেখানেও সীমান্তবর্তী এলাকা মানিকগঞ্জের সাতকুড়ার দেখা গেল কয়েক হাজার বাংলাদেশির ভিড়। সকলেই এ দেশে প্রবেশের অনুমতির অপেক্ষায় প্রহর গুনছেন। ওই অংশে আবার কোনও কাঁটাতার নেই বলে জানা যাচ্ছে। সে কারণেই সীমান্ত পারের সহজ রাস্তা হিসাবে ওই এলাকাকে বেছে নিয়েছেন অনেকে। তাতেই চিন্তা বাড়ছে বিএসএফের। ইতিমধ্যেই গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে। 

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

Next Article