TMC: উল্টো ছবি, প্রচারে বেরোতেই অতর্কিতে হামলা, নির্দল প্রার্থীর আক্রমণে মাথা ফাটল তৃণমূল নেতার

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Feb 19, 2022 | 6:44 PM

North 24 pargana: প্রচারে গিয়ে খোদ নির্দল প্রার্থীর হামলার শিকার হতে হল এক তৃণমূল নেতাকে। ঘটনায় ওই তৃণমূল নেতার মাথা ফেটে গিয়েছে বলেও জানা যাচ্ছে।

TMC: উল্টো ছবি, প্রচারে বেরোতেই অতর্কিতে হামলা, নির্দল প্রার্থীর আক্রমণে মাথা ফাটল তৃণমূল নেতার
মাথা ফাটল তৃণমূল নেতার (নিজস্ব ছবি)

Follow Us

বসিরহাট: প্রথম দফার পুরভোটের ফলাফল ইতিমধ্যে বেরিয়ে গিয়েছে। সবুজ ঝড়ে রীতিমত পর্যুদস্ত বিরোধী শিবির। যদিও, বিরোধীদের অভিযোগ, লাগাতার সন্ত্রাসের ফলেই এমন ফল করছে শাসকদল। তাদের আরও অভিযোগ, কোথাও হুমকি দেওয়ার ফলে প্রার্থী দিতে পারেনি। কোথাও আবার সন্ত্রাসের কারণে প্রচারে যেতে পারেনি তারা। চারিদিক থেকে যখন লাগাতার অভিযোগ উঠছে শাসকদলের বিরুদ্ধে তখন আবার বসিরহাটে দেখা গেল অন্য ছবি। প্রচারে গিয়ে খোদ নির্দল প্রার্থীর হামলার শিকার হতে হল এক তৃণমূল নেতাকে। ঘটনায়  ওই তৃণমূল নেতার মাথা ফেটে গিয়েছে বলেও জানা যাচ্ছে।

বসিরহাট পুরসভার ১১ নম্বর ওয়ার্ড। সূত্রের খবর, সেখানে তৃণমূল কংগ্রেসের হয়ে এইবার পুরভোটে দাঁড়িয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী দীপঙ্কর ভট্টাচার্য। তাঁর হয়ে শনিবার বিকেলে প্রচারে নামেন স্থানীয় নেতা আসাদুল সরদার। অভিযোগ, সেই সময় অতর্কিতে সেই প্রচার মিছিলে আক্রমণ করেন ১১ নম্বর ওয়ার্ডেরই নির্দল প্রার্থী কাসেম গাজীর দলবল। দুই পক্ষের মধ্যে শুরু হয় ব্যাপক বাকবিতণ্ডা। তারপর চলে মারধর। এই ঘটনায় গুরুতর আহত হন স্থানীয় তৃণমূল নেতা আসাদুল সরদার। তাঁর মাথা ফেটে গিয়েছে বলেও জানা যাচ্ছে। পরে দলীয় নেতাকর্মীরা আসাদুলকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বাদুড়িয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করে। ইতিমধ্যে ঘটনাটি নিয়ে বাদুড়িয়া থানায় দলীয়ভাবে অভিযোগ করা হয়েছে। তবে যাঁর বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে সেই নির্দল প্রার্থী অর্থাৎ কাসেম গাজী তাঁর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও কোনও তাঁকে ফোনে পাওয়া যায়নি।

গোটা ঘটনায় বাদুড়িয়ার বিধায়ক আব্দুর রহিম দিলু জানান, “বাদুড়িয়া অত্যন্ত শান্তিপ্রিয় এলাকা। এই ঘটনা খুবই দুর্ভাগ্যজনক। কেউ যদি অশান্তির চেষ্টা করেন তাহলে মোটেই তার জন্য ভালো হবে না। প্রশাসন এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নেবে।”

অন্যদিকে, আজ ফের নির্দল প্রার্থীদের আরও একবার হুঁশিয়ারি দেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, “আমাদের দলের কেউ যদি দলেরই প্রার্থীর বিরুদ্ধে পুরভোটে দাঁড়িয়ে থাকেন তাঁকে সন্ধেবেলা পর্যন্ত সময় দিলাম। দলের প্রার্থীর সমর্থনে পাশে এসে দাঁড়াতে হবে। নচেৎ দল তাঁদের বহিষ্কার করবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস এক। আমাদের পতাকা এক, আমাদের প্রতীক এবং আমাদের নেত্রী এক। তাই সেই সংঘবদ্ধতা নিয়েই আমরা মানুষের কাছে পৌঁছাব। তাই প্রত্যেকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করুন।”

আরও পড়ুন: Firhad Hakim-Suvendu Adhikari: শুভেন্দু বিজেপিতে আর কতদিন? দলবদলের জল্পনা উস্কে কী বললেন ফিরহাদ?

 

 

Next Article