Firhad Hakim-Suvendu Adhikari: শুভেন্দু বিজেপিতে আর কতদিন? দলবদলের জল্পনা উস্কে কী বললেন ফিরহাদ?

Firhad Hakim: ফিরহাদ হাকিম বলেন, "এখন শুভেন্দু হচ্ছেন একমাত্র বিজেপি নেতা, যিনি ঘুরে বেড়াচ্ছেন। বাকি সব ঘরে ঢুকে আছে। তাই তাঁর নিরাপত্তা বাড়ানো হচ্ছে।"

Firhad Hakim-Suvendu Adhikari: শুভেন্দু বিজেপিতে আর কতদিন? দলবদলের জল্পনা উস্কে কী বললেন ফিরহাদ?
শুভেন্দু প্রসঙ্গে কী বলছেন ফিরহাদ?
Follow Us:
| Edited By: | Updated on: Feb 19, 2022 | 6:12 PM

কলকাতা : “শুভেন্দু বেশিদিন বিজেপিতে থাকবে না।” রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নিরাপত্তা বাড়ানো প্রসঙ্গে শনিবার এমনটাই বললেন রাজ্যের পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। ফিরহাদের এ হেন মন্তব্যে শুভেন্দু অধিকারীকে নিয়ে ফের জল্পনা বাড়ল রাজনৈতিক মহলে। শনিবার বিকেলে ফিরহাদ হাকিম বলেন, “এখন শুভেন্দু হচ্ছেন একমাত্র বিজেপি নেতা, যিনি ঘুরে বেড়াচ্ছেন। বাকি সব ঘরে ঢুকে আছে। তাই তাঁর নিরাপত্তা বাড়ানো হচ্ছে। তবে বেশি দিন বিজেপিতে থাকবে না শুভেন্দু অধিকারী। অনেক বিজেপি বিধায়ক আমাদের দলে আসতে চাইছেন। এরপর তো বিজেপি দল ফাঁকা হয়ে যাবে। তখন শুভেন্দু কী করবে?”

উল্লেখ্য, শুভেন্দু অধিকারীকে নিয়ে এই ধরনের মন্তব্য এই প্রথম নয়। সাম্প্রতিক সময়ে, এর আগেও একাধিক তৃণমুল নেতাকে এই বিষয়ে সরব হতে দেখা গিয়েছে। কুণাল ঘোষ, সব্যসাচী দত্তের মতো নেতারা আগেই এই নিয়ে জল্পনা ছড়িয়েছিলেন। এবার তাতে নবতম সংযোজন ফিরহাদ হাকিমের মন্তব্য। কিন্তু কেন বার বার এই ধরনের কথা ঘুরে ফিরে আসছে রাজনীতির আনাচে কানাচে? উল্লেখ্য, সম্প্রতি নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীকে যেভাবে বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল, সেই কারণেই তাঁর নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে জানা গিয়েছে। শনিবার সেই বিষয়টি নিয়েই প্রশ্ন করা হয়েছিল ফিরহাদ হাকিমকে। সেই প্রেক্ষিতে ফিরহাদ যা মন্তব্য করেন, তা ফের জল্পনা বাড়াচ্ছে বঙ্গ রাজনীতিতে। তৃণমূল নেতাদের এই ধরনের মন্তব্যের সম্পর্কে ওয়াকিবহাল সূত্রের ব্যাখ্যা, তৃণমূল নেতারা মনে করছেন শুভেন্দু অধিকারী আর বেশিদিন বিজেপিতে থাকতে পারবেন না, কারণ বিজেপিতে গিয়েও তাঁর দম বন্ধ হয়ে যাচ্ছে। ঘনিষ্ঠ মহলে ওই নেতারা এমনটাই জানিয়েছেন।

যদিও কিছুদিন আগেই টুইট করে এই জল্পনা উড়িয়ে দিয়েছিলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা। তাঁর বক্তব্য ছিল, যে ধরনের খবর ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ ভুয়ো। দল বদলানোর বা তৃণমূলে ফেরার কোনও ভাবনাই নেই শুভেন্দুর। কিন্তু তা সত্ত্বেও তৃণমূল নেতারা মনে করছেন, বিজেপিতে বর্তমানে যা অবস্থা – যেভাবে সব জায়গায় দল পর্যদুস্ত হচ্ছে, হারের সম্মুখীন হতে হচ্ছে – সেই জায়গায় দাঁড়িয়ে শুভেন্দু আর বেশিদিন বিজেপিতে টিকতে পারবেন না।

আর এই জল্পনার মাঝেই আরও একটি প্রশ্ন উঠতে শুরু করেছে। তাহলে শুভেন্দু যদি বিজেপি ছাড়েন, তাহলে কি পুরানো দল তাঁকে স্বাগত জানাবে? শুভেন্দুর দল বদলের জল্পনা উস্কে দিলেও, তৃণমূলে তাঁকে ফের নেওয়া হবে কি না, সেই বিষয়ে অবশ্য স্পষ্ট করে কিছু বলছেন না তৃণমূল নেতারা। তাঁকে নেওয়া হবে – এই কথাও যেমন বলা হচ্ছে না, ঠিক একইভাবে শুভেন্দু ফিরে এলে তাঁকে নেওয়া হবে না – এমন স্পষ্ট বার্তাও পাওয়া যায়নি।

আরও পড়ুন : Bratya Basu on PPP Model: কেন পিপিপি মডেলের কথা ঘুরছে! ‘কিছুই জানেন না’ শিক্ষামন্ত্রী… ‘কোনও সিদ্ধান্তই হয়নি’ তাঁর দফতরে