AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

TMC: ‘পার্থ থাকলে আমি মিটিংয়ে থাকব না’, তৃণমূলের ২ সাংসদের দ্বন্দ্ব প্রকাশ্যে

TMC: মমতাবালা ঠাকুর বলেন, "আমি তখন বিশ্বজিৎকে ফোন করে বলি, মিটিংটা বাতিল কর। আমি দিল্লি থেকে আসি, তারপর মিটিং হবে। বিশ্বজিৎ কয়েক মিনিট পর আমায় ফোন করে বলে, বৌদি পার্থ ভৌমিকের সঙ্গে আমার কথা হয়েছে। পার্থ ভৌমিক আমায় মিটিং করতে বলেছে।"

TMC: 'পার্থ থাকলে আমি মিটিংয়ে থাকব না', তৃণমূলের ২ সাংসদের দ্বন্দ্ব প্রকাশ্যে
পার্থ ভৌমিককে তোপ দাগলেন মমতাবালা ঠাকুরImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jun 17, 2025 | 2:48 PM
Share

বনগাঁ: একুশের জুলাইয়ের প্রস্তুতি সভাতেই প্রকাশ্যে এল তৃণমূলের দুই সাংসদের দ্বন্দ্ব। ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিককে তোপ দাগলেন রাজ্যসভার সাংসদ তথা তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার চেয়ারম্যান মমতাবালা ঠাকুর। একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা থেকেই মমতাবালা বলে দিলেন, পার্থ ভৌমিক যে মিটিংয়ে থাকবেন, সেখানে তিনি যাবেন না। প্রকাশ্য মঞ্চে মমতাবালার বক্তব্যে অস্বস্তিতে পড়েছে রাজ্যের শাসকদল। তবে তাঁর বিরুদ্ধে মমতাবালার মন্তব্য নিয়ে মুখে কুলুপ এঁটেছেন পার্থ ভৌমিক।

সোমবার গোবরডাঙা টাউনহলে একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা ছিল তৃণমূলের। সেখানে তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি বিশ্বজিৎ দাসের উপস্থিতিতে দলের কর্মীদের উদ্দেশে মমতাবালা বলেন, “আমি আগের মিটিংয়ে উপস্থিত ছিলাম না। কেন ছিলাম না, সেকথা কি আপনারা জানেন? বিশ্বজিৎ আমায় ফোন করে বলেছিল, বৌদি একটা মিটিং করতে হবে। মঙ্গলবার করি। আমি বলেছিলাম, ঠিক আছে। কেন মিটিং করতে হবে, আমি জিজ্ঞাসা করিনি। বিশ্বজিৎও বলেনি। তার আধঘণ্টার মধ্যে দিল্লি থেকে ফোন আসে। বলা হয়, দিল্লি আসতে হবে। আমি তখন বিশ্বজিৎকে ফোন করে বলি, মিটিংটা বাতিল কর। আমি দিল্লি থেকে আসি, তারপর মিটিং হবে। বিশ্বজিৎ কয়েক মিনিট পর আমায় ফোন করে বলে, বৌদি পার্থ ভৌমিকের সঙ্গে আমার কথা হয়েছে। পার্থ ভৌমিক আমায় মিটিং করতে বলেছে। বৌদি যদি থাকে তো ভাল কথা, না হলে দ্বিতীয় মিটিংয়ে থাকবে।”

একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা থেকেই পার্থ ভৌমিককে আক্রমণ করেন মমতাবালা ঠাকুর

এরপরই পার্থকে তোপ দেগে মমতাবালা ঠাকুর বলেন, “বিশ্বজিতের মুখে এই কথা শোনার পর আমি পার্থ ভৌমিককে তিনবার ফোন করেছি। পার্থ ভৌমিক কোন দায়িত্বে আছেন, আমার জানা নেই। বিশ্বজিৎ কেনই বা তাঁকে ফোন করল, তাও জানি না। আর যদি দায়িত্ব নিতে হয়, তাহলে পার্থ ভৌমিক এসে মিটিং করবেন। আর সেই মিটিংয়ে আমি থাকব না। তার কারণ, পার্থ ভৌমিক ওখান থেকে বলবেন, আর এখানে মিটিং হবে, আর সেখানে আমি থাকব, এটা হবে না। এর থেকে আমি দলকে বলব, আমি রাজ্যসভার সাংসদ হয়ে মানুষের জন্য কাজ করে যাব।”

মমতাবালার বক্তব্য নিয়ে পার্থ ভৌমিকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনও মন্তব্য করতে চাননি। জানিয়ে দেন, যা বলার বিশ্বজিৎ ভৌমিক বলবেন।