খড়দহ: কেকে’র অনুষ্ঠানের টাকা কোথা থেকে এসেছিল সে প্রশ্ন তুলে কয়েকদিন আগেই ‘ধমক’ দিয়েছিলেন দলের তরুণ তুর্কিদের এবার। এবার ২১ জুলাই উপলক্ষে চাঁদা তোলা নিয়েও দলীয় কর্মীদের দিলেন কড়া হুশিয়ারি। কথা হচ্ছে দমদমের তৃণমূল সাংসদ সৌগত অধিকারীকে নিয়ে। বিগত কয়েকদিন ধরেই দলের ভাবমূর্তি স্বচ্ছ রাখতে বিগত কয়েকদিন ধরে একাহাতে কোমর বেঁধে নামতে দেখা গিয়েছে তাঁকে।
একুশে জুলাই তৃণমূলের শহীদ সভার প্রস্তুতি হিসেবে খড়দহের রবীন্দ্রভবনে দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলার পক্ষ থেকে এক কর্মী সভার আয়োজন করা হয়েছিল। শুক্রবার এই সভায় উপস্থিত ছিলেন দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ সৌগত রায়, মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, শোভন দেব চট্টোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য, সাংসদ অর্জুন সিং, বিধায়ক নির্মল ঘোষ, পার্থ ভৌমিক, সোমনাথ স্যাম সহ একাধিক তৃণমূল নেতৃত্ব। এদিন মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে দমদম লোকসভার সাংসদ সৌগত রায় কর্মীদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে বলেন, “একুশে জুলাই উপলক্ষে দলের নাম করে কোন রকম জুলুম বা চাঁদা তুললে তাকে দল থেকে বের করে দেওয়া হবে। তৃণমূল মানে এই নয় কাউকে ফোন করলাম বাস এসে গেল, ট্রাক এসে গেল”।
এবার ফের ২১ জুলাইয়ের সমাবেশ হবে ধর্মতলায়। তারই জোরদার প্রস্তুতি চলছে দলের অন্দরে। এর আগে সৌগতর মতো একাই বার্তা দিতে দেখা গিয়েছিল তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্য়োপাধ্যায়কে। অভিষেকের সাফ বার্তা ছিল সবাইকে হাতে হাত মিলিয়ে কাজ করে সমাবেশ সফল করতে হবে। সমাবেশের অজুহাতে কেউ কোথাও কোনও চাঁদা তুলতে পারবেন না। কারও বিরুদ্ধে অভিযোগ উঠলে বা প্রমাণিত হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। ২৪ ঘণ্টার মধ্যে করা হতে পারে বহিষ্কারও। এবার কার্যত একই সুরে দলীয় নেতা-কর্মীদের সৌগত বার্তা দেওয়ায় তা নিয়ে জোরদার চর্চা চলছে রাজনৈতিক মহলে।