দমদম: পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের বড় কাঁটা নির্দল প্রার্থীরা। তৃণমূলের প্রতীকে টিকিট না পেয়ে অনেকেই নির্দল হয়ে লড়েছেন। মঙ্গলবার দেখা গেল তাঁদের মধ্যে অনেকেই জিতেছেন। জয়ী নির্দল প্রার্থীদের কোনও পরিস্থিতিতেই দলে নেওয়া হবে না বলে মঙ্গলবার জানালেন তৃণমূল সাংসদ সৌগত রায়। নির্দলের দলে না ফেরানোর বিষয়টি আগেও জানানো হয়েছিল ঘাসফুল শিবিরের তরফে। কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছিল। সেই কথারই পুনরাবৃত্তি সৌগতের গলায়। রাজ্যে স্বচ্ছ ভাবে পঞ্চায়েত ভোট না হওয়ার যে অভিযোগ বিরোধীরা তুলেছেন তাও এদিন নস্যাৎ করেছেন তৃণমূলের বর্ষীয়ান নেতা। তাঁর দাবি, মানুষ ভোট দিতে পেরেছে বলেই অনেক জায়গায় বিজেপি-সহ বিরোধীরা জিতেছে।
পঞ্চায়েত নির্বাচনে বিরোধীদের জয় প্রসঙ্গে সাংসদ সৌগত রায় বলেন, “নন্দীগ্রাম-সহ অনেক জায়গায় বিজেপি জয়লাভ করেছে। তার মানে মানুষ ঠিক ভাবে ভোট দিতে পেরেছে। বিরোধীদের করা অভিযোগ তাহলে ভুল।” পাশাপাশি নির্দল প্রার্থীদের প্রসঙ্গে তৃণমূল সাংসদ বলেছেন, “দলের একটা শৃঙ্খলা রয়েছে। যে সমস্ত নির্দল প্রার্থীরা পঞ্চায়েত নির্বাচনে জয়লাভ করেছে। তাঁদের কোনও পরিস্থিতিতে দলে ফেরানো হবে না। টিকিট না পেলে নির্দল হয়ে দাঁড়াবে, এটাকে কোনও ভাবেই সমর্থন করা যায় না।”
তৃণমূল সাংসদ একথা বললেও এদিন নির্দল হয়ে ভোট দাঁড়ানো প্রার্থীকে জোড়াফুলের পতাকা হাতে তুলে নিতে দেখা গিয়েছে। জলপাইগুড়ির মাধবডাঙায় নির্দল প্রার্থী হিসাবে লড়াই করেছেন নমিতা রায়। এদিন জয়ের পর তাঁর হাতে তৃণমূলের পতাকা তুলে দেন শাসকদলের স্থানীয় নেতৃত্ব। স্বাভাবিকভাবেই, সৌগত রায়ের এই বার্তা কতটা কার্যকর হবে, তা নিয়ে প্রশ্ন উঠছে।