Sandeshkhali: ‘শিবু-উত্তমের হয়ে দালালি করবেন না’, সন্দেশখালিতে TMC-র কমিটি মাঠে নামতেই বাড়ছে বিক্ষোভ

সুমন মহাপাত্র | Edited By: জয়দীপ দাস

Feb 21, 2024 | 7:44 PM

Sandeshkhali: সন্দেশখালিতে নজর এখন গোটা দেশের। শেখ শাহাজাহান, উত্তম সর্দার, শিবু হাজরাদের বিরুদ্ধে জমছে অভিযোগের পাহাড়। শিবু-উত্তম জেলবন্দি হলেও এখনও অধরা সন্দেশখালির বেতাজ বাদশা শেখ শাহজাহান। নড়েচড়ে বসেছে কেন্দ্র।

Sandeshkhali: ‘শিবু-উত্তমের হয়ে দালালি করবেন না’, সন্দেশখালিতে TMC-র কমিটি মাঠে নামতেই বাড়ছে বিক্ষোভ
বিক্ষোভের মুখে তৃণমূল
Image Credit source: TV-9 Bangla

Follow Us

সন্দেশখালি: এখনও ফুঁসছে সন্দেশখালি। উত্তম-শিবু-শাহজাহানদের বিরুদ্ধে যেন অভিযোগের অন্ত নেই। বিক্ষোভের মুখে সাধারণ মানুষের অভিযোগ শুনতে দলীয় স্তরে ইতিমধ্যে তিন সদস্যের বিশেষ কমিটি তৈরি করেছে তৃণমূল কংগ্রেস। বাড়ি বাড়ি গিয়ে মানুষের অভিযোগ শোনার কথা ছিল তাঁদের। মাঠে নামতেই এবার সেই তৃণমূল পড়ল বিক্ষোভের মুখে। তৃণমূলের লোকজন দেখেই ক্ষোভে ফেটে পড়লেন এলাকার লোকজন। ‘শিবু উত্তমের হয়ে দালালি করবেন না’ বলছেন ক্ষুব্ধ গ্রামবাসীরা। 

প্রসঙ্গত, সন্দেশখালিতে নজর এখন গোটা দেশের। শেখ শাহাজাহান, উত্তম সর্দার, শিবু হাজরাদের বিরুদ্ধে জমছে অভিযোগের পাহাড়। শিবু-উত্তম জেলবন্দি হলেও এখনও অধরা সন্দেশখালির বেতাজ বাদশা শেখ শাহজাহান। নড়েচড়ে বসেছে কেন্দ্র। জল গড়িয়েছিল শীর্ষ আদালতে। মামলা চলছে কলকাতা হাইকোর্টেও। শুধু অসংখ্য নারী নির্যাতনের অভিযোগই যে রয়েছে এমনটা নয়, গ্রামবাসীদের বিঘার পর বিঘা জমি বেদখল করে নিয়েছে শিবু-উত্তমেরা। অভিযোগ দিনের পর এলাকার বহু ছোট-বড় ব্যবসায়ীদের থেকে মাল নিয়েও দেওয়া হয়নি টাকা। যদিও চাঁদা তুলে সেই টাকা মেটানোর প্রতিশ্রুতি দিয়েছেন সেচমন্ত্রী পার্থ ভৌমিক। পার্থ বলছেন, “কেউ ঠকিয়ে থাকলে দরকারে দলের ছেলেদের থেকে চাঁদা তুলে আপনাদের টাকা ফিরিয়ে দেব। কেউ বঞ্চিত হবেন না।” খানিক একই সুর শোনা গিয়েছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের গলাতেও। বলেন, “যদি কেউ মনে করে কারও কাছ থেকে কেউ কিছু নিয়েছে তাহলে সেটাও ফিরিয়ে দেওয়া হবে। এটা মনে রাখবেন আমি যখন যেটা বলি আমি সেটা করি।”  টাকা মেটানোর আশ্বাস দিয়েছেন সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতোও।

গ্রামবাসীদের একাংশের সামনে আগেই শিবু, উত্তমদের বিরুদ্ধে ওঠা অভিযোগ মানতে দেখা গিয়েছে পার্থকে। লিখিত অভিযোগ জমা দেওয়ার আবেদনও করেছেন। গ্রামবাসীদের অভিযোগ খতিয়ে দেখতেই গৌর রায়, অষ্টমী দাস, গণেশ দাসকে নিয়ে তৈরি করা হয়েছে তিন সদস্যের কমিটি। সেই কমিটিই যখন মানুষের সঙ্গে কথা বলতে যাচ্ছেন তখন যেন কার্যত অভিযোগের বিস্ফোরণ হচ্ছে। তাঁদের বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে। এমনকী এই কমিটিতে যাঁরা রয়েছেন তাঁদের নিয়েও ক্ষোভ রয়েছে গ্রামবাসীদের মধ্যে। কেউ কেউ বলছেন এরাও তো এলাকায় ‘কাটমানি কিং’ নামে পরিচিত। শেষ পর্যন্ত এই কমিটিকে দিয়ে আদৌও কাজের কাজ কিছু হবে তো? এই প্রশ্ন ঘোরাফেরা করছে গোটা সন্দেশখালিতে।

Next Article