Road accident: পাল্টি খেয়ে পুকুরে গাড়ি, দরজা খোলার আপ্রাণ চেষ্টা করেও পারলেন না কৌশিক-সুনন্দা

TV9 Bangla Digital | Edited By: জয়দীপ দাস

Nov 13, 2022 | 4:14 PM

Road accident: বিরাটির বাসিন্দা বছর কৌশিক দেবনাথ (৩৫) পেশায় হোটেল ব্যবসায়ী। তাঁর স্ত্রী সুনন্দা মণ্ডল (৩০) পেশায় প্রাইমারি স্কুলের শিক্ষিকা। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুজনের।

Road accident: পাল্টি খেয়ে পুকুরে গাড়ি, দরজা খোলার আপ্রাণ চেষ্টা করেও পারলেন না কৌশিক-সুনন্দা

Follow Us

বসিরহাট: রাস্তায় যানবাহনের সংখ্যা যত বেড়েছে ততই বেড়েছে দুর্ঘটনার মাত্রা। রোজই রাজ্যের নানা প্রান্ত থেকে আসছে সড়ক দুর্ঘটনার (Road Accident) খবর। এবার নিয়ন্ত্রণ হারিয়ে চার চাকা গাড়ি পড়ে গেল পুকুরে। মৃত্যু হল দম্পতির। মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটেছে বসিরহাটের বাদুড়িয়া থানার নয়াবস্তিয়া মিলনী গ্রাম পঞ্চায়েতের মেদিয়া গ্রামে। শোকের ছায়া নেমেছে গোটা এলাকায়।   

বিরাটির বাসিন্দা বছর কৌশিক দেবনাথ (৩৫) পেশায় হোটেল ব্যবসায়ী। তাঁর স্ত্রী সুনন্দা মণ্ডল (৩০) পেশায় প্রাইমারি স্কুলের শিক্ষিকা। সূত্রের খবর, এদিন তাঁরা উত্তর মেদিয়া গ্রামে মামা জয়দেব সানার বাড়িতে কালী পুজোতে এসেছিলেন বলে জানা যায়। রবিবার সকালে ঠাকুর নিরঞ্জন দিতে বাড়ি থেকে প্রায় ১০০ মিটার দূরে যান পরিবারের অন্যান্য সদস্যরা। তাঁদের পিছনেই ওই দম্পতি একটি চারচাকা গাড়ি নিয়ে যাচ্ছিলেন বলে জানা যায়। তখনই হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টি খেয়ে পুকুরে নেমে যায় গাড়িটি। এদিকে পুকুরে পড়ার পর গাড়ির দরজা কার্যত লক হয়ে যায়। দীর্ঘক্ষণ চেষ্টা করেও দরজা খুলতে পারেননি কৌশিক-সুনন্দা। 

এদিকে এ দৃশ্য দেখে তড়িঘড়ি গাড়ি থেকে দুজনকে উদ্ধার করার জন্য ছুটে যান প্রতিবেশীরা। তবে শেষ রক্ষা হয়নি। ঘটনাস্থলেই শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয় দুজনের। যদিও তারপরেও দুজনকে উদ্ধার করে বাদুড়িয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। প্রত্যক্ষদর্শী শাহজাহান মন্ডল জানান, “আমরা চেষ্টা করেছি গাড়ির দরজা ভেঙে বাঁচানোর কিন্তু সেই সময় পাওয়া গেল না।” খবর যায় পুলিশে। ইতিমধ্যেই মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে সুনন্দা দেবী গাড়ি চালাচ্ছিলেন বলে জানা যায়। তাঁর গাড়ি চালানোর পর্যাপ্ত প্রশিক্ষণ ছিল কিনা তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। 

Next Article