Sandeshkhali: তৃণমূল নেতার পরিবারের সদস্যদের দেখে তেড়ে গেল গ্রামবাসীরা, ফুঁসছে বেড়মজুর

সুমন মহাপাত্র | Edited By: জয়দীপ দাস

Feb 24, 2024 | 1:03 PM

Sandeshkhali: গ্রামবাসীদের অভিযোগ শুনতে অভিযোগ গ্রহণ কেন্দ্র তৈরি করেছে পুলিশ। সেখানে এসে নিজেদের সমস্যা-অভিযোগের কথা বলছেন গ্রামবাসীরা। দীর্ঘদিন ধরেই জমেছে অভিযোগের পাহাড়। গ্রামবাসীরা বলছেন, বারবার তা নিয়ে সরব হলেও কোনও লাভ হয়নি।

Sandeshkhali: তৃণমূল নেতার পরিবারের সদস্যদের দেখে তেড়ে গেল গ্রামবাসীরা, ফুঁসছে বেড়মজুর
ফুঁসছে গোটা গ্রাম
Image Credit source: TV-9 Bangla

Follow Us

সন্দেশখালি: সন্দেশখালি থেকে নজর যেন কিছুতেই ঘোরানো যাচ্ছে না। শুক্রবারও দিনভর উত্তপ্ত ছিল বেড়মজুর। এদিন সকাল থেকেও একই ছবি। শাসক নেতার পরিবারের লোকজনকে দেখে তেড়ে গেল গ্রামবাসীরা। অভিযোগের পাহাড়ে বসে ফুঁসছে গোটা গ্রাম। পুলিশ আশ্বাস দিচ্ছে। এডিজি সাউথ বেঙ্গল সুপ্রতিম সরকার নিজে ঘুরছেন এলাকায়। কিন্তু, তারপরেও বাগে আনা যাচ্ছে না সন্দেশখালিকে। আশ্বাস্ত হচ্ছেন না এলাকার মানুষজন। এদিন সকালে তৃণমূল নেতা বিনয় সর্দারের পরিবারকে দেখতে পেয়ে গ্রামবাসীরা চড়াও হন। হালদারপাড়ায় জনরোষের মুখে পড়ে তৃণমূল নেতা বিনয় সর্দারের পরিবার। ক্যাম্প অফিসে বিনয় সরদারদের সঙ্গে জমি বিবাদের অভিযোগ জানাতে যান গ্রামবাসীরা। তখনই পাশে দাঁড়িয়ে ছিলেন বিনয় সরদারের বাবা ও ভাই। তাদের দেখেই চড়াও হন গ্রামবাসীরা, ঘটনায় আটক ২ জন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এলাকায় ছুটে আসেন সুপ্রতিম সরকারও। 

শুক্রবারও বেড়মজুরের উত্তেজনার মধ্যে ছুটে আসতে হয়েছিল এডিজি সাউথ বেঙ্গলকে। কলকাতা থেকে ছুটে আসতে হয়েছিল ডিজিকে। আরও বেড়েছে পুলিশি নজরজদারি। পুলিশ কর্তারা কথা বলছেন এলাকার লোকজনের সঙ্গে। সর্বক্ষণের জন্য মোতায়েন রাখা হয়েছে পুলিশের প্রিজন ভ্যান। সোজা কথায় বর্তমানে গোটা বেড়মজুরই যেন একেবারে সন্দেশখালির বর্তমান প্রধান হটস্পট হয়ে রয়েছে। টহল দিচ্ছে র‌্যাফ, কমব্যাট ফোর্স। 

এদিকে গ্রামবাসীদের অভিযোগ শুনতে অভিযোগ গ্রহণ কেন্দ্র তৈরি করেছে পুলিশ। সেখানে এসে নিজেদের সমস্যা-অভিযোগের কথা বলছেন গ্রামবাসীরা। দীর্ঘদিন ধরেই জমেছে অভিযোগের পাহাড়। গ্রামবাসীরা বলছেন, বারবার তা নিয়ে সরব হলেও কোনও লাভ হয়নি। কেউ শুনতে আসেনি তাঁদের কথা। তাতেই ক্ষোভের আগুন শুক্রবার দফায় দফায় জ্বলেছে বেড়মজুর। রাস্তায় নেমে বিক্ষোভ দেখিয়েছেন গ্রামবাসীরা। চলেছে অবরোধ। 

Next Article