মুখ্যমন্ত্রীর ভাঙা পা বাউন্স চেক, ভোট মিলবে না: অর্জুন সিং

সৈকত দাস |

Mar 26, 2021 | 5:02 PM

"মুখ্যমন্ত্রীর পা ভাঙা বাতিল চেক হয়ে গেছে।'' মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)-কে তীব্র আক্রমণ বিজেপি সাংসদ অর্জুন সিংহ (Arjun Singh)।

মুখ্যমন্ত্রীর ভাঙা পা বাউন্স চেক, ভোট মিলবে না: অর্জুন সিং
অলঙ্করণ: অভীক দেবনাথ

Follow Us

উত্তর ২৪ পরগনা: দুয়ারে বিধানসভা ভোট (West Bengal Assembly Election 2021)। চৈত্রের গরমে পাল্লা দিয়ে বাড়ছে রাজনৈতিক উত্তাপ। এর মধ্যে ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)-কে আক্রমণ শানালেন বারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং (Arjun Singh)। তাঁর কটাক্ষ, মুখ্যমন্ত্রী ভাঙা পা দেখিয়ে ভোট পাওয়ার চেষ্টা করছেন। কিন্তু ওটা ‘বাউন্স চেক’।

শুক্রবার উত্তর চব্বিশ পরগনা জেলাশাসকের দফতরে মহকুমা শাসকের কাছে মনোনয়নপত্র জমা দেন আমডাঙার বিজেপি প্রার্থী জয়দেব মান্না। তাঁর সঙ্গে ছিলেন বারাকপুরের সাংসদ অর্জুন সিং। সেখান থেকে তাঁর হুঁশিয়ারি এবার বাংলায় বিজেপি জিতছেই। ‘১৯-এর লোকসভা নির্বাচনে প্রায় ৩৫ হাজার ভোটে আমডাঙ্গা বিধানসভা কেন্দ্রে তাঁরা পিছিয়ে ছিলেন। তবে বিধানসভা ভোটে এমন কোনও সম্ভাবনা দেখছেন অর্জুন। তিনি বলেন, “আমডাঙ্গায় বিজেপি প্রার্থী যে জিতবে সে ব্যাপারে দু’শো শতাংশ নিশ্চিত।” সেই সঙ্গে বাংলায় বিজেপি দু’শোর বেশি আসন পাবে বলে জানিয়ে দেন অর্জুন সিং। এর পরেই তাঁর কটাক্ষ, “মুখ্যমন্ত্রীর পা ভাঙা বাতিল চেক হয়ে গেছে।” তিনি এও যোগ করেন, রাজ্যে আইন-শৃঙ্খলা বলে কিছু নেই। এদিকে মনোনয়নপত্র জমা দিতে গিয়েও ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী নিয়ে জেলাশাসকের দফতরে ভেতরে প্রবেশ করায় দেগঙ্গার তৃণমূল প্রার্থী রহিমা মণ্ডলের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ জানাবেন বলে হুঁশিয়ারি দেন বিজেপি সাংসদ।

আরও পড়ুন: ‘চার পাকিস্তান’ মন্তব্যের জের, তৃণমূল নেতাকে শোকজ নির্বাচন কমিশনের

প্রসঙ্গত, নন্দীগ্রামে নির্বাচনী প্রচারে গিয়ে মুখ্যমন্ত্রীর আহত হওয়ার ঘটনায় রাজ্যজুড়ে তীব্র আলোড়ন শুরু হয়। যদিও মুখ্যমন্ত্রীর আহত হওয়ার ঘটনাকে ‘নাটক’ বলে কটাক্ষ করেছে বিজেপি, কংগ্রেস ও সিপিএম। এদিকে পায়ে প্লাস্টার নিয়েই প্রতিদিন একাধিক নির্বাচনী প্রচার করছেন মমতা। এদিনও স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বিজেপিকে আক্রমণ শানিয়ে মমতা বলেছেন, “আমাকে গিলে খেয়ে নিলে, পেট ফুঁড়ে বেরিয়ে আসব।” এই প্রেক্ষিতে তৃণমূল নেত্রীকে বিঁধলেন অর্জুন সিং।

Next Article