গুলিবিদ্ধ মণীশ শুক্লা ঘনিষ্ঠ, ভোট আবহে থমথমে টিটাগড়

Mar 25, 2021 | 9:59 AM

ভোট বঙ্গে (West Bengal Assembly Election 2021) ফের উত্তপ্ত টিটাগড় (Titagarh)। গুলিবিদ্ধ নিহত বিজেপি নেতা (Bengal BJP) মণীশ শুক্লা ঘনিষ্ঠ।

গুলিবিদ্ধ মণীশ শুক্লা ঘনিষ্ঠ, ভোট আবহে থমথমে টিটাগড়
ডান দিকে- গুলিবিদ্ধ বিজেপি কর্মী

Follow Us

উত্তর ২৪ পরগনা: ভোট বঙ্গে (West Bengal Assembly Election 2021) ফের উত্তপ্ত টিটাগড় (Titagarh)। গুলিবিদ্ধ নিহত বিজেপি নেতা (Bengal BJP) মণীশ শুক্লা ঘনিষ্ঠ। ঘটনায় অভিযোগ উঠেছে তৃণমূলের দিকে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

গুলিবিদ্ধ ব্যক্তির নাম ওয়াই মধু রাও। তিনি টিটাগড়েরই বাসিন্দা। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, বুধবার রাতে চার জন দুটি বাইকে এসে মধু রাওকে লক্ষ্য করে গুলি চালায়। মধুর বুকের বাঁ পাশে গুলি লাগে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। স্থানীয়রাই তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে।

বারাকপুরে বিজেপি প্রার্থীর চন্দ্রমনি শুক্লার অভিযোগ, তৃণমূলের প্রার্থী রাজ চক্রবর্তীর মিছিল যাচ্ছিল। মিছিল থেকে কয়েকজন তৃনমূল কর্মী তাঁকে মারতে যান। ওই মিছিল শেষ হওয়ার পর চার জন দুষ্কৃতী বাইকে এসে পরপর গুলি চালায়। বিজেপি প্রার্থী চন্দ্রমনি শুক্লার অভিযোগ, ওয়াই মধু রাও বিজেপির সক্রিয় কর্মী।

আরও পড়ুন: তৃণমূল আইএসএফ সংঘর্ষে নিহত ১, উত্তপ্ত বারুইপুরে বেপরোয়া বাড়ি ভাঙচুর

ঘটনা প্রসঙ্গে বারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং বলেন, “মণীশ শুক্লার ঘনিষ্ঠ ছিল মধু রাও। তাই তৃণমূল ওকে সরিয়ে দিতে চাইছে। আসলে তৃণমূল অস্বিত্বহীনতায় ভুগছে।” যদিও তৃণমূলের তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।

Next Article