ভোট আবহে তৃণমূল নেতার বাড়িতে ‘বিস্ফোরণ’! উড়ে গেল ছাদ
বিস্ফোরণে উড়ে গেল তৃণমূল (TMC ) নেতার বাড়ির ছাদ। ভোট আবহে (West Bengal Assembly Election 2021) উত্তেজনা ছড়াল উত্তর ২৪ পরগনার শাসনে (Shasan)।
উত্তর ২৪ পরগনা: বিস্ফোরণে উড়ে গেল তৃণমূল (TMC ) নেতার বাড়ির ছাদ। ভোট আবহে (West Bengal Assembly Election 2021) উত্তেজনা ছড়াল উত্তর ২৪ পরগনার শাসনে (Shasan)।
শাসনের দাঁতপুর গ্রাম পঞ্চায়েতের পাতরা গ্রামের বাসিন্দা আরিফুল ইসলাম। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে আরিফুল ইসলামের বাড়িতে আচমকা বিস্ফোরণ হয়। কেঁপে ওঠে গোটা এলাকা। বিস্ফোরণের অভিঘাতে উড়ে যায় বাড়ির ছাদ।
অভিযোগ উঠেছে, তৃণমূলের পঞ্চায়েত সদস্য নির্বাচনের মুখে বাড়িতে বোমা বাঁধার কাজ করছিলেন এবং ছাদে বোমা রোদে শুকোতেন দিয়েছিলেন। তখনই বিস্ফোরণ হয় বলে অভিযোগ। ঘটনার পর থেকে আরিফুল ইসলামের বাড়ির লোক পলাতক। ঘটনাস্থলে পৌঁছয় শাসন থানার পুলিশ। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
আরও পড়ুন: শেষ মুহূর্তে বাধল গোল! ঝাড়গ্রামের সভায় না থেকেও থাকছেন শাহ
প্রথমিক ভাবে পুলিশ সূত্রে জানা গিয়েছে, কোনও বোমা ফাটার ঘটনা ঘটে নি। স্থানীয় তৃণমূল নেতৃত্ব অবশ্য দাবি করেছে, বেশ কয়েকদিন ধরেই তৃণমূল ছেড়ে আইএসএফে যোগ দেওয়ার চেষ্টা করছিলেন আরিফুল ইসলাম। তার আগে তৃণমূল কংগ্রেসকে বদনাম করার জন্য এই ধরনের ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ।