ভোট পরবর্তী সন্ত্রাস! বসিরহাটে ‘গুলিবিদ্ধ’ তৃণমূল কর্মী

শর্মিষ্ঠা চক্রবর্তী | Edited By: tista roychowdhury

Apr 21, 2021 | 3:58 PM

ভোট আবহে (West Bengal Assembly Election 2021) ফের উত্তপ্ত বসিরহাট (Basirhat)। বিজেপি- তৃণমূল সংঘর্ষে গুলিবিদ্ধ এক। আক্রান্ত আরও ৭।

ভোট পরবর্তী সন্ত্রাস! বসিরহাটে গুলিবিদ্ধ তৃণমূল কর্মী
নিজস্ব চিত্র

Follow Us

বসিরহাট: ভোট আবহে (West Bengal Assembly Election 2021) ফের উত্তপ্ত বসিরহাট (Basirhat)। বিজেপি- তৃণমূল সংঘর্ষে গুলিবিদ্ধ এক। আক্রান্ত আরও ৭।

ভোট পরবর্তী হিংসা হিঙ্গলগঞ্জ বিধানসভার হাসনাবাদে। বসিরহাট মহকুমার হাসনাবাদ থানার ভবানীপুর ১নং গ্রাম পঞ্চায়েতের মডেল বাজার এলাকায় বুধবার সকালে উত্তেজনা ছড়ায়। বেশ কয়েকজন তৃণমূল কর্মী বাজারে যান। অভিযোগ, সে সময় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তাঁদেরকে ঘিরে ধরে ব্যাপক মারধর করেন।

হাত-পা ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ। এলাকায় হয় ব্যাপক বোমাবাজিও। চলে বেশ কয়েক রাউন্ড গুলিও। তৃণমূল কর্মী মস্তান গাজির গায়ে গুলি লাগে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। গ্রামের মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। বিজেপি নেতৃত্ব অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জের। এর সঙ্গে বিজেপি কোনওভাবেই জড়িত নয়।

আরও পড়ুন: করোনা কড়চা: ‘ভুল করছে ভাইরাস আর ভুগছে মানুষ’, পজিটিভ রোগীর রিপোর্ট আসছে নেগেটিভ

গত ১৭ই এপ্রিল শনিবার রাজ্যে পঞ্চম দফার নির্বাচনে হিঙ্গলগঞ্জ বিধানসভায় ভোট ছিল। তারপর দফায় দফায় হিঙ্গলগঞ্জে রাজনৈতিক গন্ডগোল হয়। কখনও পার্টি অফিস ভাঙচুর, আবার কখনও রাজনৈতিক কর্মীদের মারধর করে বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটছে। এই ঘটনার জেরে হাসনাবাদ ডাঁসা নদীতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

Next Article