তৃণমূল-আইএসএফ সংঘর্ষে এবার উত্তপ্ত আমডাঙা! চলল বেপরোয়া ‘ মারধর-ভাঙচুর’
ভোট আবহে (West Bengal Assembly Election 2021) ফের উত্তপ্ত আমডাঙা (Amdanga)। তৃণমূল (TMC) -আইএসএফ (ISF) সংঘর্ষ।
উত্তর ২৪ পরগনা: ভোট আবহে (West Bengal Assembly Election 2021) ফের উত্তপ্ত আমডাঙা (Amdanga)। তৃণমূল (TMC) -আইএসএফ (ISF) সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল আমডাঙার কামদেবপুরহাট এলাকা। বাঁশ, লাঠি, লোহার রড নিয়ে চলল হামলা। চলে বেপরোয়া ভাঙচুরও। সংঘর্ষে আহত দু’পক্ষের বেশ কয়েকজন। ঘটনাস্থলে র্যাফ, পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আমডাঙার কামদেবপুরহাটে একটি দোকানের ধারে কয়েকজন তৃণমূল কর্মী বসে আলোচনা করছিলেন। নিজেদের দলের কর্মসূচি নিয়েই আলোচনা করছিলেন তাঁরা। অভিযোগ, সেসময় কয়েকজন যুবক তাঁদের কটাক্ষ করে কথা বলেন। তাঁরা এলাকায় আইএসএফ কর্মী বলেই পরিচিত।
কথা কাটাকাটি গড়ায় হাতাহাতিতে। বাঁশ, লাঠি, রড নিয়ে চলে হামলা। পাল্টা প্রতিরোধ গড়ে তোলেন তৃণমূল কর্মীরাও। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা পাঁচ-ছ’টি বাইকে বেপরোয়াভাবে ভাঙচুর চালানো হয়। উভর পক্ষের বেশ কয়েকজন আহত হন। কারোর মাথা ফেটে যায়, কারোর বুকে-পিঠে মারাত্মক চোট লাগে। স্থানীয়রাই তাঁদের উদ্ধার করে আমডাঙা গ্রামীণ হাসপাতালে পাঠান।
আরও পড়ুন: মৃতের সংখ্যা পেরল হাজার! অবশেষে ভোটের দফা নিয়ে বড় সিদ্ধান্তের পথে নির্বাচন কমিশন
স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, আইএসএফের পায়ের তলার মাটি শক্ত হয়নি। সেই কারণেই হীনমন্যতায় এই সব কাজ করছে ওরা। যদিও পাল্টা হামলার অভিযোগ তুলে আইএসএফ নেতৃত্ব বলেছে, ভোটের আগে তৃণমূল আতঙ্ক তৈরি করতে চাইছে। আর তাই হামলা। ঘটনার পর থেকে পরিস্থিতি থমথমে রয়েছে। এলাকায় উত্তেজনা রয়েছে।