Crime: পাতকুয়োর ভিতরে মহিলার অবস্থা দেখে চক্ষু চড়কগাছ প্রতিবেশীদের

Dipankar Das | Edited By: সায়নী জোয়ারদার

Jun 12, 2023 | 9:55 PM

Habra: প্রতিমার দেহ উদ্ধারের পর তাঁর স্বামী পেশায় টোটো চালক বাবলা বন্দ্যোপাধ্যায় ও ছেলেকে আটক করে অশোকনগর থানার পুলিশ।

Crime: পাতকুয়োর ভিতরে মহিলার অবস্থা দেখে চক্ষু চড়কগাছ প্রতিবেশীদের
প্রতিবেশীরা পরিবারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন।

Follow Us

হাবড়া: হাত পা লোহার শিকল দিয়ে বাঁধা। বাড়ির পাশের পাতকুয়ো থেকে উদ্ধার হল এক গৃহবধূর মৃতদেহ। দেহটি যখন উদ্ধার করা হয়, বেশিরভাগ অংশ একেবারে পচাগলা অবস্থায় ছিল। উত্তর ২৪ পরগনার হাবড়ার অশোকনগরের এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। অশোকনগর পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের শিশির পল্লি। সেখানেই সোমবার এই ঘটনা ঘটে। জানা গিয়েছে, নিহত ওই বধূর নাম প্রতিমা বন্দ্যোপাধ্যায় (৪৮)। পুলিশ এবং স্থানীয় সূত্রে খবর, গত মাসের ২৩ তারিখ প্রতিমা নিখোঁজ হয়ে যান। আশোকনগর থানায় নিখোঁজ সংক্রান্ত অভিযোগও দায়ের হয়। পাশাপাশি গৃহবধূর ছবি দিয়ে চেহারার বিবরণ জানিয়ে বিভিন্ন জায়গায় পরিবারের তরফ থেকে পোস্টার লাগানো হয়। এদিকে নিখোঁজ হওয়ার ২০ দিনের মাথায় সোমবার দুপুরে এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন থানায় খবর দেন।

এরপরই পুলিশ এসে পাতকুয়োর জল তুলে দেখেন সেখানে ওই গৃহবধূর পচাগলা দেহ পড়ে আছে। স্থানীয় বাসিন্দাদের কথায়, নিয়মিত ওই মহিলা পারিবারিক অত্যাচারের শিকার হতেন। ঘরে স্বামী, ছেলে আছেন। তাঁদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন প্রতিবেশীরা।

পরিবারের লোকেরা এই ঘটনাকে আত্মহত্যা বললেও পড়শিদের কেউ কেউ স্পষ্ট দাবি করেছেন, প্রতিমাকে মেরে ফেলে দেওয়া হয়েছে। এদিকে প্রতিমার দেহ উদ্ধারের পর তাঁর স্বামী পেশায় টোটো চালক বাবলা বন্দ্যোপাধ্যায় ও ছেলেকে আটক করে অশোকনগর থানার পুলিশ। ইতিমধ্যেই অশোকনগর থানার পুলিশের তরফে একটি অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ দায়ের করে তদন্ত শুরু হয়েছে। দেহটি বারাসত হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।

Next Article