উত্তর ২৪ পরগনা: মনোনয়ন দাখিল পর্ব শেষ। প্রত্যাহারের সময়সীমাও শেষের পথে। এই পরিস্থিতিতে মনোনয়ন প্রত্যাহারের জন্য চাপ বাড়ানো হচ্ছে বলে অভিযোগ। এবার রাতের অন্ধকারে বন্দুকের ভয় দেখিয়ে ফরওয়ার্ড ব্লক (All India Forward Bloc) প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার করিয়ে নেওয়ার অভিযোগ উঠল দেগঙ্গায়। দেগঙ্গা ব্লকের নূরনগর গ্রামপঞ্চায়েতের ১০৪ নম্বর বুথের ১৮ নম্বর পার্টের ফরওয়ার্ড ব্লক প্রার্থী হয়েছিলেন বাটুল মণ্ডল। অভিযোগ, মনোনয়ন জমা দিতে পারলেও রাতের অন্ধকারে তাঁর বাড়িতে কিছু দুষ্কৃতী আসে। বন্দুক তাক করে ভয় দেখানো হয় তাঁকে। বারবার বলা হয়, মনোনয়ন প্রত্যাহার করতে হবে। না হলে পরিবারের ক্ষতি করে দেওয়া হবে।
অভিযোগ, পরিবারের ক্ষতির কথা বলেই ক্ষান্ত থাকেনি অভিযুক্তরা। পুলিশকে জানালে বা মনোনয়ন প্রত্যাহারের আগে দলকে জানালে বড় ক্ষতি হয়ে যাবে বলেও হুমকি দেওয়া হয়। আতঙ্কে মনোনয়ন প্রত্যাহার করে নেন বলে দাবি বাটুলের। যদিও সোমবার পার্টির তরফে দেগঙ্গা থানায় ও নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হচ্ছে।
বাটুল মণ্ডলের কথায়, “গত শুক্রবার কয়েকজন আমার বাড়ি এসে বলে, তুই ভোটে দাঁড়িয়েছিস কেন? আমায় বলছে মনোনয়ন তুলে নে। আমি জানতে চাইলাম কেন? বলছে কাউকে কিছু বললে পরিবার শেষ করে দেবে। কোন দল থেকে এসেছে জানি না। কোনও দল তো পাঠিয়েছে।”