সল্টলেক: বেপরোয়া গতির জেরে প্রাণ গেল এক রিক্সা চালকের। প্রাইভেট গাড়ির ধাক্কায় ঘটেছে মর্মান্তিক মৃত্যু। সল্টলেক বিজি ব্লকের ঘটনা। ঘটনাস্থলে পৌঁছছে বিধান নগর পূর্ব থানার পুলিশ। আটক ঘাতক গাড়ির মহিলা চালক।
পুলিশ সূত্রে খবর, শনিবার বিকেল চারটে নাগাদ সল্টলেকের সিজি ব্লক থেকে পূর্ত ভবনের দিকে যাছিল প্রাইভেট গাড়িটি। চার চাকাটি চালাচ্ছিলেন শুভশ্রী নন্দী। ঠিক সেই সময় উল্টো রুটে উল্টো দিক থেকে রিকশা আসছিল। তখনই নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট গাড়িটি রিকশায় ধাক্কা মারে। ঘটনাস্থলেই গলায় কাচ ঢুকে যায় রিকশাচালক গোপাল মণ্ডলের (৩৬)। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে বিধান নগর থানায় নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
ইতিমধ্যেই গাড়িটিকে এবং গাড়ি চালক আটক করেছে বিধান নগর পূর্ব থানার পুলিশ। দেহটিকে আগামিকাল ময়নাতদন্তের জন্য আরজিকর হাসপাতালে পাঠানো হবে। ঘটনার তদন্ত শুরু করেছে বিধান নগর পূর্ব থানার পুলিশ।