উত্তর ২৪ পরগনা: পরাজিত আইএসএফ প্রার্থীর বাড়ির সামনে রাতে বোমাবাজি করার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। আতঙ্কে আইএসএফ প্রার্থী নাজির হোসেন। ঘটনাটি ঘটেছে দেগঙ্গার আমুলিয়া গ্রাম পঞ্চায়েতের ২০৫ নম্বর বুথে। ওই বুথে পরাজিত আইএসএফ প্রার্থী নাজির হোসেনের অভিযোগ, রাত এগারোটা নাগাদ আচমকা তাঁর বাড়ির সামনে বোমাবাজি করে দুই দুষ্কৃতী। তিনি আওয়াজ শুনে কিছুক্ষণ পর ঘর থেকে বেরিয়ে এসেছিলেন। তাঁর দাবি, দুই দুষ্কৃতী বাইকে এসেছিল। বোমা ছুড়ে বাইকে পালিয়ে যাচ্ছিল তারা। খবর পেয়ে ঘটনাস্থলে রাতেই পৌঁছয় দেগঙ্গা থানার পুলিশ। তৃণমূলের দুষ্কৃতীরা তাঁর ওপরে এভাবে অত্যাচার করছেন বলে তিনি অভিযোগ করেন। ভোটের সময় তাঁর বাড়িতে বোমাবাজি করা হয়েছিল বলে অভিযোগ।
তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছে আমুলিয়া গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি আমিনুল ইসলাম। তাঁর দাবি, এই বোমাবাজির ঘটনার সঙ্গে তৃণমূলের কেউ জড়িয়ে নেই। শান্ত এলাকাকে অশান্ত করার জন্য আইএসএফ-এর পরাজিত প্রার্থী লোক লাগিয়ে নিজে বোমাবাজি করে তৃণমূলের ঘাড়ে দোষ চাপাচ্ছে।
এইভাবে গণনার পর থেকে একাধিক জায়গায় বোমাবাজির অভিযোগ উঠছে। দুই চব্বিশ পরগনাতেই প্রত্যন্ত গ্রামগুলিতে রাতে বেপরোয়া বোমাবাজি চলছে বলে অভিযোগ। বেশিরভাগ ক্ষেত্রেই কাঠগড়ায় শাসকদল। বিভিন্ন এলাকায় চলছে পুলিশি টহল। তবুও অভিযোগ, তার মধ্যেই বাড়ির সামনে বোমা মেরে পালাচ্ছে দুষ্কৃতীরা। লাগাতার বোমাবাজিতে একাধিক বিরোধী প্রার্থীর বাড়ির দেওয়ালেও ফাটল ধরেছে বলে জানা গিয়েছে।