Panchayat Elections 2023: স্ত্রী জানতেন স্বামী মৃত, রাজ্যপাল গ্রাউন্ড জিরোয় যেতেই এলো অন্য খবর

Deeksha Bhuiyan | Edited By: সায়নী জোয়ারদার

Jul 08, 2023 | 2:54 PM

Panchayat Elections 2023: রাজ্যপাল বোস কদম্বগাছি গিয়ে আবদুল্লার স্ত্রীর সঙ্গে দেখা করেন। এর আগে জেলা পুলিশের তরফেও জানানো হয়েছিল, আবদুল্লা চিকিৎসাধীন। সূত্রের খবর, হাসপাতালের সঙ্গে যোগাযোগ করা হয় রাজ্যপালের তরফে।

Panchayat Elections 2023: স্ত্রী জানতেন স্বামী মৃত, রাজ্যপাল গ্রাউন্ড জিরোয় যেতেই এলো অন্য খবর
কদম্বগাছিতে রাজ্যপাল।
Image Credit source: TV9 Bangla

Follow Us

উত্তর ২৪ পরগনা: ভোটের দিন সকাল থেকেই অ্যাকশন মোডে ছিলেন রাজ্যপাল। রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেছিলেন, তিনি গ্রাউন্ড জিরো রাজ্যপাল হতে চান। গত কয়েকদিনে সে কথা রেখেছেন তিনি। শনিবার সকালে ভোটের দিনও একই ভূমিকায় দেখা গেল তাঁকে। এদিন কদম্বগাছিতে যান তিনি। উত্তর ২৪ পরগনার কদম্বগাছির পীরগাছায় নির্দল সমর্থকদের উপর হামলার অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়ায় শনিবার সকালে। এক নির্দল কর্মীর পরিবার দাবি করে, তাঁদের পরিবারের সদস্য নিহত হয়েছেন। যা ঘিরে চরম উত্তেজনা ছড়ায় এলাকায়। যদিও পরে জানা যায়, নিহত নন, ওই নির্দল সমর্থক গুরুতর আহত। তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। ওই নির্দল সমর্থকের নাম আবদুল্লা আলি।

রাজ্যপাল বোস কদম্বগাছি গিয়ে আবদুল্লার স্ত্রীর সঙ্গে দেখা করেন। এর আগে জেলা পুলিশের তরফেও জানানো হয়েছিল, আবদুল্লা চিকিৎসাধীন। সূত্রের খবর, হাসপাতালের সঙ্গে যোগাযোগ করা হয় রাজ্যপালের তরফে। সেখানকার চিকিৎসকরা জানান, মস্তিষ্কে আঘাত রয়েছে আবদুল্লার। তাঁকে আরজি করে স্থানান্তরিত করা হবে।

Next Article