হাড়োয়া: বাড়িতে কেউ ছিল না। সেই সুযোগই কাজে লাগিয়ে ছিল অভিযুক্ত। গোপনে বাড়িতে ঢুকে মেয়েটির সঙ্গে ঘৃণ্য কাজ অভিযুক্তর। গোটা ঘটনায় গ্রেফতার এক। বসিরহাটের (Basirhat) হাড়োয়া থানা (Haroa Police stationh) এলাকার ঘটনা। সেখানে রবিবার সন্ধ্যায় এক প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণের (woman harassment) অভিযোগ ওঠে বছয় পঁয়ত্রিশের এক যুবকের বিরুদ্ধে।
ওই যুবতীর পরিবার সূত্রে খবর, রবিবার সন্ধ্যেবেলা যুবতীর বাড়িতে কেউ ছিলেন না। নির্যাতিতার বাবা-মা বাড়ির বাইরে ছিলেন। সেই সুযোগকেই কাজে লাগায় অভিযুক্ত। অভিযোগ, ঘরে ঢুকে জোরপূর্বক তাঁকে ধর্ষণ করে বলে অভিযোগ।
পরে প্রতিবন্ধী যুবতীর বাবা-মা বাড়ি ফিরলে গোটা ঘটনা তিনি খুলে বলেন। পাশাপাশি শারীরিকভাবেও অসুস্থ হয়ে পড়েন। তখনই ওই যুবতীর বাবা মা হাড়োয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এরপরই পুলিশ গিয়ে অভিযুক্ত যুবককে হাতেনাতে গ্রেফতার করে। ধৃতকে সোমবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। ওই গ্রামের বাসিন্দা তথা মানবাধিকার কমিশনের জেলা সভাপতি গোটা বিষয়চির তদন্তের দাবি তুলেছেন।