দমদম: কর্মসূত্রে যুবতী থাকতেন কলকাতার দমদমে। সেখানেই পরিচয় যুবকের সঙ্গে। ধীরে ধীরে বন্ধুত্ব। তারপর তৈরি হয় প্রেমের সম্পর্ক। এরপর বেশ কয়েকদিন ধরে সহবাসেরও অভিযোগ ওঠে। পরে যখন যুবতী বিয়ে করতে চান তখনই বিয়েতে অস্বীকার করেন যুবক। শুধু তাই নয়, প্রাণনাশের হুমকি পর্যন্ত দেওয়া হয় তাঁকে। থানায় অভিযোগ দায়ের হয়েছে।
জানা গিয়েছে, ওই যুবতী শিলিগুড়ির বাসিন্দা। কর্মসূত্রে তিনি দমদমে থাকতেন। এই বছরের জানুয়ারি মাস নাগাদ দমদমেরই অপর বাসিন্দা এক যুবকের সঙ্গে চায়ের দোকানে আলাপ। যুবতীর দাবি, ওই যুবক তাঁকে বিয়ের প্রস্তাব দেন। যদিও, মেয়েটি প্রথমে অস্বীকার করেন পরে প্রস্তাবে সাড়া দেন। বিয়ে করার প্রতিশ্রুতিও দেন ওই যুবক।
যুবতীর অভিযোগ, এরপর ওই যুবক জোরপূর্বক তাঁর সঙ্গে সহবাসের করেন। এরপর মহিলা গর্ভবতী হয়ে গেলে তাঁকে বিয়ে করতে অস্বীকার করেন। এমনকী প্রাণনাশের হুমকি পর্যন্ত দেন।
এই ঘটনায় নাগেরবাজার থানায় অভিযোগ দায়ের করা হয়। মহিলার দাবি,তাঁর অভিযোগের প্রেক্ষিতে তাঁর গোপন জবানবন্দি নথিভূক্ত করা হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত ওই যুবককে গ্রেফতার করা হয়নি। তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি বাইরে বেরোতে পারছেন না। তাঁকে সবসময় ওই যুবক নজরবন্দিতে রেখেছে।