দুর্গাপুর: নাতনিকে চিকিৎসা করানোর নাম করে নিয়ে গিয়েছিলেন। বিশ্বাস করেছিলেন মেয়ে-জামাই। সেখানেই ঘটল কাল। সেই চার মাসের সদ্যোজাতকে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল দিদিমার বিরুদ্ধে। সদ্যোজাত নাতনিকে দুর্গাপুর থেকে বিহারে চিকিৎসা করাতে নিয়ে যাওয়ার নাম করে নিয়ে গিয়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল এক মহিলার বিরুদ্ধে। মাস দুয়েক পর নিখোঁজ শিশুকে বিহার থেকে উদ্ধার করল দুর্গাপুর থানার পুলিশ। দুর্গাপুর থানার পুলিশ গ্রেফতার করেছে অভিযুক্ত দিদিমাকে।
দুর্গাপুর থানা এলাকার বিজু পাড়ার বাসিন্দা নাজিস খানের সাথে বিয়ে হয় বিহারের মাশরাখ থানা এলাকার মুসকান খাতুনের। সাড়ে চার মাস আগে মুসকান এক কন্যা সন্তানের জন্ম দেন। জুন মাসের ২১তারিখ মুসকান খাতুনের মা শাহানা খাতুন বিহারে মেয়ে ও নাতনিকে চিকিৎসা করাতে নিয়ে যান বলে পরিবার সূত্রে জানা গিয়েছে।
মেয়ের বয়ান অনুযায়ী, বিহারে যাওয়ার দু’দিন পর মেয়ে মুসকান খাতুনকে বাড়িতে রেখে নাতনিকে মসারক থানা এলাকার চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার নাম করে বের হন ওই মহিলা। মুসকানের বয়ান অনুযায়ী, দীর্ঘ সময় পর নাতনিকে না নিয়েই বাড়িতে ফেরে অভিযুক্ত শাহানা খাতুন। মুসকানের কথায়, তিনি মেয়ের ব্যাপারে মাকে জিজ্ঞাসা করলে প্রথমে কথা ঘোরানোর চেষ্টা করছিলেন তিনি। পরে চাপ দিতেই জানান, তিনি নাতনিকে বিক্রি করে দিয়েছেন তিনি। এমনকি শাহানা খাতুন তাঁর মেয়েকে অন্যত্র বিয়ে দেওয়ার জন্যও চাপ দিতে থাকেন।
বাধা দেওয়ায় মেয়ের ওপরেও অত্যাচার করতে থাকে বলে অভিযোগ। কোনওক্রমে বিহার থেকে দুর্গাপুরে ফিরে স্বামী নাজিস খানকে সমস্ত ঘটনা জানান মুসকান। জুলাই মাসের ৭ তারিখ দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে বিহারের মশারফ থানা এলাকা থেকে সোমবার উদ্ধার হয় শিশুটি। গ্রেফতার করা হয় অভিযুক্ত শাহানা খাতুন। ট্রানজিট রিমান্ডে মঙ্গলবার আনা হয় দুর্গাপুরে।