Anubrata Mondal: ১৪ দিনের জেল হেফাজতের ইতি, আজ ফের আদালতে হাজিরা দেবেন কেষ্ট মণ্ডল

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jan 19, 2023 | 8:34 AM

Anubrata Mondal: অন্যদিকে, কলকাতা হাইকোর্টেও অনুব্রতর জামিন মামলার শুনানি রয়েছে। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়েছে ৬ই ফেব্রুয়ারি শোনা হবে ওই মামলা।

Anubrata Mondal: ১৪ দিনের জেল হেফাজতের ইতি, আজ ফের আদালতে হাজিরা দেবেন কেষ্ট মণ্ডল
অনুব্রত মণ্ডল

Follow Us

আসানসোল: বৃহস্পতিবার ফের শুনানি অনুব্রত মণ্ডলের (Anuvrata Mondal)। আসানসোল সিবিআই আদালতে (Asansol CBI Court) পেশ করা হবে কেষ্ট মণ্ডলকে। গত ৫ই জানুয়ারি শুনানি শেষে বিচারক ১৪ দিনের জন্য জেল হেফাজতের নির্দেশ দেন। আজ সেই হেফাজত শেষ। অপরদিকে, কেষ্টর দিল্লি যাত্রার শুনানি রয়েছে ২৩ জানুয়ারি। দিল্লি হাইকোর্টে (Delhi Highcourt) শুনানি হবে সেই মামলার। অন্যদিকে, কলকাতা হাইকোর্টেও অনুব্রতর জামিন মামলার শুনানি রয়েছে। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়েছে ৬ই ফেব্রুয়ারি শোনা হবে ওই মামলা।

গত ৫ই জানুয়ারি কোনও জামিনের আবেদন করেননি অনুব্রত মণ্ডলের আইনজীবী। তবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই এর পক্ষ থেকে নতুন নতুন তথ্য বিচারকের সামনে তুলে ধরা হয়। জানা যায়, নতুন করে আরও ৪৭ জনের বয়ান রেকর্ড করা হয়েছে। পাশাপাশি সিবিআই-এর কাছে বাজেয়াপ্ত হওয়া অনুব্রতর ফোন দুটি ফেরতের আবেদন করা হয়েছিল। তবে কোর্টেই সেদিন আপত্তি করেন সিবিআই-এর আইনজীবী। পাশাপাশি ভোলে ভোলেব্যোম রাইস মিলের কিছু নথি জমা দেওয়ার কথা ছিল আদালতে। তবে অনুব্রতর তরফে আইনজীবী জানান সেই পর্যাপ্ত পরিমাণ নথি ও তথ্য তিনি জোগাড় করে উঠতে পারেননি। সেটি জমা দেওয়ার জন্য পরের শুনানির দিন ধার্য করা হোক। ফলত আজ আদালতে সেই নথিও জমা পড়তে পারে বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, গত ৫ই জানুয়ারি বুধবার সকাল ১১টা ৪৬ মিনিটে আসানসোল বিশেষ আদালতে পেশ করা হয় অনুব্রতকে। বিচারক রাজেশ চক্রবর্তীর এজলাসে তাঁকে পেশ করা হয়। অনুব্রতর হয়ে এদিন সওয়াল করেন আইনজীবী সোমরাজ চট্টরাজ।

Next Article
Raniganj: ‘মাঠে গেলে গরু ঝলসে যায়’, ‘মৃত্যুপুরী’ রানিগঞ্জের ভয়াবহ বর্ণনা এলাকাবাসীদের
Anubrata Mondal: জামিন নয়, ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার আর্জি অনুব্রতর, আবারও জেল হেফাজতের নির্দেশ