Agnimitra Paul: ‘যেখানে ধর্ষণ হয়েছিল, সেখানে ছিলেন?’, অগ্নিমিত্রার প্রশ্ন শুনে পালালেন থানার ওসি

Agnimitra Paul: অবরোধ ওঠার পরেও পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। ওসি বিধায়ককে প্রশ্ন করেন, "সঞ্জয় রায় গ্রেফতার হয়ে গিয়েছে, তবু কেন আন্দোলন ?" আর তাতেই রেগে অগ্নিশর্মা হয়ে যান অগ্নিমিত্রা।

Agnimitra Paul: 'যেখানে ধর্ষণ হয়েছিল, সেখানে ছিলেন?', অগ্নিমিত্রার প্রশ্ন শুনে পালালেন থানার ওসি
অগ্নিমিত্রার তাড়া খেয়ে দৌড়ে পালালেন থানার ওসিImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Aug 26, 2024 | 4:29 PM

আসানসোল: আরজিকর কাণ্ডের প্রতিবাদে অগ্নিমিত্রা পালের নেতৃত্বে বিজেপি যুব মোর্চার বিক্ষোভ ও পথ অবরোধ। বৃষ্টি মাথায় নিয়েই চলে বিক্ষোভ কর্মসূচি। পুলিশ অবরোধ তুলতে গেলে অগ্নিমিত্রা পাল বচসায় জড়িয়ে পড়েন। অগ্নিমিত্রার তাড়া খেয়ে আসানসোল দক্ষিণ থানার ওসি কৌশিক কুণ্ডু রীতিমতো পালিয়ে যেতে বাধ্য হন এলাকা থেকে। সোমবার আসানসোলের কর্পোরেশন মোড়ে এই অবরোধ কর্মসূচি চলে প্রায় দুঘন্টা ধরে। টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসানসোল দক্ষিণ থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছয়।

অবরোধ ওঠার পরেও পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। ওসি বিধায়ককে প্রশ্ন করেন, “সঞ্জয় রায় গ্রেফতার হয়ে গিয়েছে, তবু কেন আন্দোলন ?” আর তাতেই রেগে অগ্নিশর্মা হয়ে যান অগ্নিমিত্রা। তিনি পুলিশ কর্তাকে পাল্টা প্রশ্ন করতে থাকেন, ‘ যেখানে ধর্ষণ হয়েছিল, সেখানে কি আপনি ছিলেন? আপনার মেয়ে ধর্ষিত হলে…’ প্রশ্ন শেষ করতে পারেননি অগ্নিমিত্রা। আঙুল উঁচিয়ে তাঁর দিকে এগিয়ে আসেন। তাতেই পিছুপা হতে থাকেন পুলিশ কর্তা। এমনকি ওসির পিছু ধাওয়া করতে থাকেন অগ্নিমিত্রা। অন্যান্য পুলিশ কর্তারা গিয়ে ওসিকে ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যান।


এরপরেই আসানসোল দক্ষিণ থানার আইসি কৌশিক কুণ্ডুকে ঘিরে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। শেষ পর্যন্ত পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। অগ্নিমিত্রা পাল হুঁশিয়ারি দিয়ে বলেন, “মঙ্গলবার নবান্ন অভিযান রয়েছে। নবান্নর ছাদে হেলিকপ্টার রেডি রাখবে।” এদিন তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, “বহিরাগত তৃণমূলের গুন্ডারা নবান্ন অভিযানে ঢুকে বিশৃঙ্খলা পাকাতে পারে। তাই তিনি সবাইকে সতর্ক থাকতে বলেন।”

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)