আসানসোল: হোমিওপ্যাথি ডাক্তারের অস্বাভাবিক মৃত্যু। চেম্বার থেকে উদ্ধার নিথর দেহ। শুক্রবার বিকালে রানিগঞ্জের রনাই অঞ্চলে হোমিওপ্যাথি চিকিৎসকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম লালমোহন খাঁ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রত্যেক দিনই চেম্বার খুলতেন হোমিওপ্যাথি চিকিৎসক। শুক্রবার সকাল থেকেই চেম্বার বন্ধ ছিল। আশপাশের দোকানের মালিকরা বন্ধ চেম্বারের দরজার নীচ থেকে আচমকাই রক্ত বের হতে দেখেন। স্থানীয় বাসিন্দারা খবর দেয় পুলিশকে। খবর দেওয়া হয় চিকিৎসকের বাড়িতেও।
চেম্বারের শার্টার খুলে দেখা যায় ডাক্তারের দেহটি বন্ধ ঘরের সিলিং থেকে ঝুলছে। দেহে পচন ধরেছে। রানিগঞ্জ থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায়। পুলিশের প্রাথমিক অনুমান আত্মহত্যার ঘটনা। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ডাক্তারের সঙ্গে তার স্ত্রীর কয়েকদিন ধরে বিবাদ চলছিল। স্ত্রী আইসিডিএস কর্মী। ঝগড়ার পর ডাক্তার চার পাঁচ দিন ধরে বাড়ি ফেরেননি। তবে স্ত্রীও তাঁর খোঁজ নেননি। নিখোঁজ ডায়েরিও করেনি। রহস্য মৃত্যুর তদন্তে নেমেছে পুলিশ। ঝুলন্ত দেহে পচন থেকেই রক্তক্ষরণ হয়েছে বলে অনুমান পুলিশের। চিকিৎসকের স্ত্রীর সঙ্গে কথা বলছে পুলিশ।